প্রবল বৃষ্টির জেরে দৃশ্যমানতা কমে গিয়েছে। তার জেরে বাগডোগরা বিমানবন্দর থেকে বাতিল করা হল ১৩ জোড়া বিমানের ওঠানামা। বিমান বাতিল হওয়ায় বিপাকে পড়েছেন যাত্রীরাও।
মঙ্গলবার সকাল থেকে ব্যাপক বৃষ্টি হয় শিলিগুড়িতে৷ তার জেরে কমে যায় দৃশ্যমানতা। এর ফলেই উড়ান বাতিল করতে হয়েছে বাগডোগরা বিমানবন্দর থেকে। সূত্রের খবর, মঙ্গলবার সকালে একটি বিমান উড়েছে এবং একটি বিমান অবতরণ নেমেছে ওই বিমানবন্দরে। এ ছাড়া আর কোনও বিমান ওঠানামা করেনি। মঙ্গলবার বাগডোগরা বিমানবন্দর থেকে ২৮টি বিমান ওঠানামার কথা ছিল৷ আবহাওয়ার জেরে বাকি ১৩ জোড়া বিমান বাতিল করা হয়েছে। বাগডোগরা বিমানবন্দরের নিয়ম অনুযায়ী, বিকেল ৫টার পর বিমানের ওঠানামা বন্ধ হয়ে যায়। এ ছাড়া বেশ কয়েকটি বিমান কলকাতায় ঘুরিয়ে দেওয়া হয়েছে। বিমান বাতিল হওয়ায় সমস্যায় পড়েছেন যাত্রীরা।