Advertisement
১০ মে ২০২৪

কোচবিহারের হোমে কিশোরীর দেহ উদ্ধার, বদলি হোমের সুপার

কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধারের জেরে বদলি হলেন কোচবিহার শহিদ বন্দনা হোমের সুপার সুপর্ণা বর্মন। তাঁকে পুরুলিয়ার বান্দোয়ানের সিডিপিও হিসেবে বদলির নির্দেশের কপি সোমবার সন্ধ্যায় কোচবিহারের জেলাশাসকের দফতরে পৌঁছয়।

হোমের দায়িত্ব নিতে যাওয়ার আগে নতুন সুপারকে ঘিরে বিক্ষোভ। — নিজস্ব চিত্র

হোমের দায়িত্ব নিতে যাওয়ার আগে নতুন সুপারকে ঘিরে বিক্ষোভ। — নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
কোচবিহার শেষ আপডেট: ০২ অগস্ট ২০১৬ ০২:১৯
Share: Save:

কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধারের জেরে বদলি হলেন কোচবিহার শহিদ বন্দনা হোমের সুপার সুপর্ণা বর্মন। তাঁকে পুরুলিয়ার বান্দোয়ানের সিডিপিও হিসেবে বদলির নির্দেশের কপি সোমবার সন্ধ্যায় কোচবিহারের জেলাশাসকের দফতরে পৌঁছয়। অন্যদিকে এ দিন দায়িত্বভার বুঝে নিতে গিয়ে ওই হোমের সামনে বিক্ষোভের মুখে পড়তে হয় নতুন সুপারকেও। পরে অবশ্য তুফানগঞ্জ ১ ব্লকের সিডিপিও প্রিয়ঙ্কা তামাং দায়িত্বভার বুঝে নিয়েছেন।

হোম সূত্রের খবর, নারী নিগ্রহ বিরোধী নাগরিক কমিটি সোমবার দুপুরে কোচবিহার লাগোয়া বাবুরহাট এলাকায় শহিদ বন্দনা হোমের সামনে বিক্ষোভ দেখায়। ওই আন্দোলন চলার সময়ে দায়িত্বভার বুঝে নিতে হোমে যাচ্ছিলেন নতুন সুপার প্রিয়ঙ্কা তামাং। বিক্ষোভের জেরে প্রায় এক ঘণ্টা গেটের মুখে তাঁকে আটকে থাকতে হয় বলে অভিযোগ। পরে অবশ্য আন্দোলনকারীদের দাবি নিয়ে আলোচনার আশ্বাস দেওয়ার পর সমস্যা মেটে।

রবিবার কোচবিহারের ওই সরকারি হোম থেকে সোনিয়া নায়েক (১৩) নামে এক কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনার পরেই জেলা প্রশাসন ওই হোমের সুপার সুপর্ণা বর্মনকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার কথা জানিয়ে দেয়। কর্তব্যে গাফিলতি ও হোমে অনুপস্থিত থাকার কারণে কোচবিহার কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন কোচবিহার জেলা সমাজকল্যাণ দফতর। ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই সুপারের বিরুদ্ধে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। এ প্রসঙ্গে সুপার অবশ্য কোনও মন্তব্য করতে চাননি। এ দিন ফোনেও তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি।

সোমবার কোচবিহারের বাসিন্দা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী সামগ্রিক পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী শশী পাঁজার সঙ্গে ফোনে কথা বলেন। রবীন্দ্রনাথবাবু বলেন, “হোমের ওই ঘটনার তদন্ত চলছে। এ দিন ভারপ্রাপ্ত মন্ত্রী শশী পাঁজাকে বিস্তারিত জানিয়েছি।” কোচবিহারের জেলাশাসক পি উল্গানাথন বলেন, ‘‘ঘটনার পরেই ওই সুপারকে সাসপেন্ড অথবা বদলি করার ব্যাপারে রাজ্য সরকারের কাছে আবেদন জানান হয়েছিল। পুরুলিয়ায় বদলির নির্দেশ এসেছে। নতুন সুপার এ দিন দায়িত্ব নিয়েছেন। সব কিছুই গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।’’

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত জানুয়ারিতে ওই হোমের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল সেখানকার এক সাফাই কর্মীর বিরুদ্ধে। ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে বলে অভিযোগ ওঠে। সে সময় অন্য কিশোরীকেও হোমে যৌন হেনস্থা করা হয় বলেও অভিযোগ। ঘটনার জেরে অভিযুক্ত সাফাই কর্মী সাফাই কর্মী কাছুয়া মিঁয়াকে পুলিশ গ্রেফতার করেছে। তারপর থেকে সে জেলেই রয়েছে। জামিন মেলেনি। পুলিশ ওই মামলায় আদালতে চার্জশিটও জমা দিয়েছে। কোচবিহারের পুলিশ সুপার সুনীল যাদব জানিয়েছেন, হোমের আগের ওই ঘটনায় চার্জশিট জমা দেওয়া হয়েছে। রবিবার হোমের সুপারের বিরুদ্ধে রুজু অভিযোগের পরিপ্রেক্ষিতেও আইপিসির ৩০৪ (এ) ধারায় মামলা রুজু করা হয়েছে। তদন্ত হচ্ছে।

পরপর এমন ঘটনায় স্বাভাবিকভাবেই হোমের আবাসিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। এ দিন নারী নিগ্রহ বিরোধী নাগরিক কমিটি হোমের সামনে বিক্ষোভ দেখায়। কমিটির তরফে বৈশাখী নন্দী বলেন, “ধর্ষণ, যৌন হেনস্থার ঘটনায় উদ্বেগ কাটতে না কাটতে ওই হোমে কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনা মারাত্মক উদ্বেগের ব্যাপার। ওই ঘটনার নিরপেক্ষ তদন্তের পাশাপাশি হোমে সুপারের রাত্রিবাস নিশ্চিত করা, পুরুষদের যাতায়াত বন্ধ করা, সব কাজের দায়িত্ব মহিলাদের দেওয়ার দাবি জানিয়েছি।” কোচবিহার জেলা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারপার্সন স্নেহাশিস চৌধুরী বলেন, “প্রাথমিক ভাবে আবাসিকদের কয়েকজনের সঙ্গে কথা বলে আমাদের মনে হচ্ছে অন্য কর্মীদের কয়েকজনও ঠিকঠাক দায়িত্ব পালন করছেন না। সমস্ত ব্যাপারে আমরাও বিস্তারিত খোঁজ নিচ্ছি। সব কিছুই প্রয়োজনে জেলা প্রশাসনকে জানাব।”

অভিভাবকদের কয়েকজন খোঁজখবর নিতে এ দিন হোমে যান। তাদের একজন বলেন, ‘‘যা অবস্থা তাতে কোন ভরসায় মেয়েটাকে ফেলে এখানে রাখব বলুন তো?’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

home teenager death
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE