Advertisement
১৯ মে ২০২৪

চা বাগান বন্ধে কাঠগড়ায় শাসক

সিমেন্ট ও সার কারখানার পর এ বার চা বাগান৷ ফের তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র দাদাগিরির অভিযোগ জলপাইগুড়ির রাজগঞ্জে৷ যার জেরে এ বার বন্ধ হল সেখানকার একটি চা বাগান৷ পুজোর মুখে কর্মহীন হলেন দেড়শো শ্রমিক ৷

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০১৬ ০১:৫৪
Share: Save:

সিমেন্ট ও সার কারখানার পর এ বার চা বাগান৷ ফের তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র দাদাগিরির অভিযোগ জলপাইগুড়ির রাজগঞ্জে৷ যার জেরে এ বার বন্ধ হল সেখানকার একটি চা বাগান৷ পুজোর মুখে কর্মহীন হলেন দেড়শো শ্রমিক ৷

রাজগঞ্জের ভাসানি চা বাগানের শ্রমিকরা এ দিন সকালে কাজে যোগ দিতে গিয়ে দেখতে পান গেটে ঝুলছে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ৷ কর্তৃপক্ষের অভিযোগ, আইএনটিটিইউসি অনুমোদিত শ্রমিক সংগঠনের সদস্য শ্রমিকরা সোমবার বাগানের ম্যানেজার, সহকারী ম্যানেজার ও এক সুপারভাইজারকে বেধড়ক মারধর করে৷ নিরাপত্তার অভাবে বাধ্য হয়ে রাতেই সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝোলানো হয়৷

এর আগে গত পয়লা অগষ্ট রাজগঞ্জে একটি সিমেন্ট কারখানা বন্ধ হয়৷ ৩১ অগস্ট বন্ধ হয় একটি সার কারখানা৷ অভিযোগ এই দু’টি ক্ষেত্রেও আইএনটিটিইউসি-র দাদাগিরির জেরেই তালা ঝুলেছে। এই বাগান সেই তালিকায় নতুন সংযোজন৷

প্রায় ৯৮ একর জমির ওপর এই বাগানটিতে দেড়শো শ্রমিক কাজ করেন৷ গত বৃহস্পতিবার বাগানে ১৮ দশমিক ১ শতাংশ হারে শ্রমিকদের পুজো বোনাসও দেওয়া হয় ৷ বাগানের ম্যানেজার অমল চক্রবর্তী অভিযোগ, “বোনাস দেওয়ার পর থেকেই সন্ধে নাগাদ বাগানের তিন শ্রমিক দুই বহিরাগতকে সঙ্গে নিয়ে মদ্যপ অবস্থায় ঝামেলা শুরু করে৷ শুক্র, শনি এবং রবিবারেও গণ্ডগোল করে তারা৷ এরফলে বাগানের কাজে ব্যাঘাত ঘটে৷ নিরাপত্তা রক্ষীদের দিয়ে বারবার করে তাদের সরিয়েও দিয়েও কোন কাজ না হওয়ায় সহকারী ম্যানেজার রীতেশ চক্রবর্তী তাদের ধমক দেন৷ এরপরই সোমবার সকালে আরও কিছু শ্রমিককে সঙ্গে নিয়ে অফিসে গিয়ে তারা রীতেশবাবু ও সুপারভাইজার সন্তোষ সেনকে মারধর শুরু করে৷ আমাকেও মারা হয়৷” বাগান কর্তৃপক্ষের অভিযোগ, মারধরে যুক্তরা প্রত্যেকেই আইএনটিটিইউসি-র শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত ৷

অভিযোগ পুরোপুরি অস্বীকার করেনি আইএনটিটিইউসি-ও৷ সংগঠনের নেতা তপন দের কথায়, তাদের সংগঠনের সঙ্গে যুক্ত একজন শ্রমিকের সঙ্গে সহকারী ম্যানেজারের একটা ঝামেলা হয়েছিল৷ তবে তার পাল্টা অভিযোগ, “গোলমালের সময় সহকারী ম্যানেজারই ওই শ্রমিককে মারধর করে৷ তবে যাই হোক না কেন, একজন শ্রমিকের জন্য গোটা বাগান বন্ধ থাকুক তা আমরা চাই না৷ ওই শ্রমিক দোষ করে থাকলে আইন তার শাস্তি দেবে৷ বাগান খোলা হোক৷”

সহকারী ম্যানেজারের বিরুদ্ধে তোলা তপনবাবুর অভিযোগ অবশ্য মানতে চাননি বাগান কর্তৃপক্ষ৷ আইটিপিএ-র উপদেষ্টা অমৃতাংশু চক্রবর্তী এ দিন বলেন, ‘‘যদি এ ধরনের ঘটনা একের পর ঘটতে থাকে তাহলে কেউই আর বাগান চালাতে আগ্রহী হবেন না৷’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Tea garden Court
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE