টেলিভিশনকে হাতিয়ার করে এ বার জেলা সদরের পাশাপাশি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন সন্তানসম্ভবা ও প্রসূতি মায়েদের স্বাস্থ্য সচেতনতা বাড়াতে উদ্যোগী হয়েছে কোচবিহার জেলা স্বাস্থ্য দফতর। পাশাপাশি জেলার দিনহাটা, তুফানগঞ্জ ও মাথাভাঙা মহকুমা হাসপাতালে অসুস্থ নবজাতকদের উন্নত চিকিৎসা পরিষেবার জন্য বিশেষ বিভাগ চালুর প্রক্রিয়া চলছে। স্বাস্থ্য দফতর সূত্রেই জানা গিয়েছে, গত দুই দিনে কোচবিহার জেলা সদর এমজেএন হাসপাতাল ও দিনহাটা মহকুমা হাসপাতালের সন্তানসম্ভবা ও প্রসূতিদের জন্য নির্দিষ্ট বিভাগে দুটি করে টিভি লাগান হয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে আজ শুক্রবার থেকে ওই টিভিতে স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান দেখার সুযোগ পাবেন চিকিৎসাধীন রোগী ও তাদের সঙ্গে থাকা আত্মীয়-পরিজনেরা। কোচবিহারের মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুমিত গঙ্গোপাধ্যায় বলেন, “গর্ভাবস্থায় তো বটেই সন্তান প্রসবের পরে মা ও শিশুর পরিচর্চার ব্যাপারে বিশেষ যত্ন নেওয়া দরকার। ওই সব ব্যাপারে সচেতনতা বাড়াতে ওই হাসপাতালগুলিতে টিভি লাগানর পরিকল্পনা হয়েছে। নতুন করে কয়েকটি অসুস্থ নবজাতক চিকিৎসা বিভাগও মহকুমা স্তরে তৈরির কাজ চলছে। খুব দ্রুত সেসবও আমরা চালু করতে চাইছি।”