E-Paper

সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের উদ্বোধনে বসবে ‘চাঁদের হাট’

সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের উদ্বোধনে আমন্ত্রিতদের প্রায় সকলেই কড়া নিরাপত্তা বলয়ে থাকেন। সে কথা মাথায় রেখে কিছু দিনের মধ্যেই নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার কাজ শুরু হবে।

অনির্বাণ রায়

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৫ ০৭:১০
কলকাতা হাই কোর্ট।

কলকাতা হাই কোর্ট। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

সব ঠিক থাকলে, আগামী ৩১ মার্চ জলপাইগুড়িতে উদ্বোধন হতে পারে কলকাতা হাই কোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের। উদ্বোধনের জন্য জলপাইগুড়িতে বসতে পারে ‘চাঁদের হাট’। সূত্রের খবর, কেন্দ্র এবং রাজ্যর ‘ভিআইপি’রা থাকবেন আমন্ত্রিত-তালিকায়। কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির থাকার কথা, আমন্ত্রণ জানানো হতে পারে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে। কেন্দ্রীয় আইনমন্ত্রী, রাজ্যপাল, রাজ্যের মুখ্যমন্ত্রীও থাকবেনআমন্ত্রিতদের তালিকায়।

সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের উদ্বোধনে আমন্ত্রিতদের প্রায় সকলেই কড়া নিরাপত্তা বলয়ে থাকেন। সে কথা মাথায় রেখে কিছু দিনের মধ্যেই নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার কাজ শুরু হবে। সম্প্রতি কলকাতা থেকে বিচারপতি বিশ্বজিৎ বসু এবং বিচারপতি শম্পা সরকার এসে সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের কাজ পরিদর্শন করেন। এর পরেই ৩১ মার্চ ভবনের উদ্বোধনের বার্তা যায় জেলা প্রশাসনের কাছে। বিচারপতি বিশ্বজিৎ বসু বলেছিলেন, “মার্চে আমরা শুরু করার চেষ্টা করছি। কাজ দ্রুতগতিতে এগোচ্ছে। মার্চের তৃতীয় সপ্তাহেফের আসব।”

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রায় চারশো কোটি টাকা খরচে পাঁচতলা ভবন তৈরি হয়েছে। রয়েছে ১৩টি এজলাস। প্রধান বিচারপতির এজলাসও থাকছে। পাঁচটি ডিভিশন বেঞ্চ এবং সাতটি সিঙ্গল বেঞ্চ বসার পরিকাঠামো থাকছে স্থায়ী ভবনে।

সূত্রে খবর, স্থায়ী ভবন চত্বরেই উদ্বোধনী অনুষ্ঠান হতে পারে বলে প্রাথমিক ভাবে ভাবা হয়েছে। যদিও ভবনের কাজ এখনও বাকি। আদালত এবং অফিসঘরের আসবাব তৈরি হয়নি। বেশ কিছু ঘর অর্ধসমাপ্ত। রঙের কাজও হয়নি। প্রশাসনের একটি সূত্রের দাবি, যুদ্ধকালীন তৎপরতায় কাজ হলেও ৩১ মার্চের আগে সব শেষ করা সম্ভব নয়। তবে চেষ্টা চলছে যতটা সম্ভব, কাজ শেষ করার। আগামীজুন মাসে স্থায়ী ভবনে কাজ শুরু হোক, এমন পরিকল্পনা রয়েছে বলেও দাবি সূত্রটির।

স্থায়ী ভবন উদ্বোধন প্রসঙ্গে চর্চায় এসেছে অস্থায়ী ভবনের কাজের সূচনা নিয়ে কেন্দ্র-রাজ্য টানাপড়েন। ২০১৯ সালে ফেব্রুয়ারিতে ময়নাগুড়ির চূড়াভাণ্ডারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা ছিল। সে সভার আগের রাতে জানানো হয়, পরদিন প্রধানমন্ত্রী জনসভার আগে, ছোট্ট সরকারি অনুষ্ঠানে জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চের উদ্বোধন করবেন। সে অনুষ্ঠানে রাজ্য, এমনকি, হাই কোর্টের কোনও প্রতিনিধিকে দেখা যায়নি। ২০১৯ সালের মার্চে সার্কিট বেঞ্চের অস্থায়ী ভবনের কাজের সূচনা অনুষ্ঠান হয়। সেখানে হাই কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি-সহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আইনমন্ত্রী উপস্থিত ছিলেন। সূত্রের দাবি, আগামী মার্চে স্থায়ী ভবনের উদ্বোধনে প্রধানমন্ত্রী ‘ভার্চুয়াল’-বার্তা দিতে পারেন।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Calcutta High Court Jalpaiguri

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy