Advertisement
১১ মে ২০২৪
Theft

কালীমন্দির থেকে ২০ লক্ষ টাকার সোনার গয়না চুরির অভিযোগে বিক্ষোভ চোপড়ায়

মন্দিরে নিত্যপুজো করতে গিয়ে তালা ভাঙা অবস্থায় দেখতে পান পুরোহিত। প্রায় ২০ লক্ষ টাকার সোনার গয়না এবং নগদ টাকা লুঠ।

পুলিশ ফাঁড়ির সামনে বিক্ষোভ।

পুলিশ ফাঁড়ির সামনে বিক্ষোভ। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
চোপড়া (উত্তর দিনাজপুর) শেষ আপডেট: ২৯ মে ২০২১ ১৪:৩১
Share: Save:

কালীমন্দির থেকে ২০ লক্ষ টাকার সোনার গয়না লোপাটের অভিযোগ। এই ঘটনা ঘটেছে উচ্চর দিনাজপুর জেলার চোপড়ার ঘিরনিগাঁও এলাকায়। ঘটনার জেরে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে ঘিরনিগাঁও গ্রাম পঞ্চায়েতের কোটগাছের ওই মন্দিরে নিত্যপুজো করতে গিয়ে তালা ভাঙা অবস্থায় দেখতে পান পুরোহিত। মন্দির কমিটির সভাপতি রানা দাস বলেন, ‘‘শুক্রবার রাত ১২টা পর্যন্ত আমরা মন্দিরেই ছিলাম। তার পর বাড়ি চলে যাই। প্রায় ২০ লক্ষ টাকার সোনার গয়না এবং নগদ টাকা লুঠ করেছে দুষ্কৃতীরা।’’

মন্দির-সহ এলাকায় একাধিক চুরির ঘটনার প্রতিবাদে শনিবার দাসপাড়া পুলিশ ফাঁড়ির সামনে অবস্থান-বিক্ষোভ করেন স্থানীয় বাসিন্দারা। ঘিরনিগাঁও পঞ্চায়েতের সদস্য হালিমউদ্দিন বলেন, ‘‘এখানে আগে কখনও চুরি হতে দেখিনি। প্রতি দিন ওই মন্দিরে মানুষ ভিড় করেন। যারাই এই অপরাধ ঘটিয়েছে তাদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Theft gold
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE