হোটেলে আবাসিক ও বাড়িতে ভাড়াটে রাখার ক্ষেত্রে নির্দেশিকায় বদল আনতে চলেছে শিলিগুড়ি পুলিশ। শনিবার শিলিগুড়ির মাটিগাড়া থানায় এক সাংবাদিক বৈঠকে এ কথা জানান শিলিগুড়ির পুলিশ কমিশনার মনোজ বর্মা। আগেও ভাড়াটে রাখা নিয়ে নির্দেশিকা ছিল। তা ঠিকমত পালন হচ্ছে না অনেক জায়গাতেই বলে পুলিশ কমিশনার জানান। ফলে কড়াকড়ির প্রয়োজন আছে বলে জানান তিনি। আগে হোটেলে বা বাড়িতে আবাসিক রাখার ক্ষেত্রে পরিচয়পত্র জমা নেওয়া ও একটি হলফনামা দিতে হত। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে, হোটেল বা বাড়ির মালিকেরা অনেক ক্ষেত্রেই তা অনুসরণ করছেন না। তাই এবার কড়া পদক্ষেপ করতে চলেছেন তাঁরা। সিসিটিভি ক্যামেরা ও ওয়েব ক্যামে ছবি তোলা বাধ্যতামূলক করে দেওয়া হবে বলেও কমিশনার এদিন জানান।