বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে মেয়ের। এই অভিযোগ তুলে তিনটি পরিবারকে একঘরে করার অভিযোগ উঠল গ্রামের ‘মাতব্বর’দের বিরুদ্ধে। এই ঘটনা উত্তর দিনাজপুরের চোপড়ার কুমারটোল গ্রামের।
অভিযোগ, কুমারটোলের বাসিন্দা বিজয় রায়, শ্যামল সরকার এবং রণজিৎ চট্টোপাধ্যায়ের পরিবারকে একঘরে করে দেওয়া হয়েছে। আরও অভিযোগ এ নিয়ে সালিশিসভাও বসিয়েছিলেন গ্রামের ‘মাতব্বর’রা। তাতেই স্থির হয়েছে, ওই তিনটি পরিবারকে একঘরে করা হবে। ওই তিন পরিবারের সদস্যদের সঙ্গে যদি কেউ কথা বলেন, তা হলে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হবে বলেও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে পুলিশে অভিযোগ জানান ওই তিন পরিবারের সদস্যরা। ক্ষিপ্ত হয়ে তাঁদের উপর গ্রামের বাসিন্দাদের একাংশ চড়াও হয় বলে অভিযোগ। তাঁদের একটি মোটর বাইক জ্বালিয়ে দেওয়ার অভিযোগও উঠেছে। ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ।
এ প্রসঙ্গে বিজয় বলেন, ‘‘ওরা কেন আমাকে একঘরে করেছে, তা আমি জানি না। ওরা আমাকে এ সব জানায়নি। আমি ছোট ব্যবসায়ী। বাজারে অনেকের থেকে আমি টাকা পাই। ওরা সেই সব লোকজনের কাছে গিয়ে বলছে, ‘তোমরা ওকে টাকা দেবে না। তা হলে তোমার জরিমানা হবে।’ এতে আমার ব্যবসার ক্ষতি হচ্ছে। জমিজায়গা নিয়ে একটা পুরনো সমস্যা আছে। সে জন্যই মনে হয় করছে এ সব।’’