Advertisement
২৬ এপ্রিল ২০২৪
BJP

মালদহ জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা আনার ঘোষণা তৃণমূলের

২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচনে ভোট হয়েছিল ৩৭টি আসনে। ২৯টি আসন পেয়েছিল তৃণমূল। কংগ্রেস ২টি এবং বিজেপি ৬টি আসন জিতেছিল।

মালদহ জেলা তৃণমূলের সভাপতি মৌসম বেনজির নূর।

মালদহ জেলা তৃণমূলের সভাপতি মৌসম বেনজির নূর। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
ইংরেজবাজার শেষ আপডেট: ১৭ জুন ২০২১ ১৭:৩৬
Share: Save:

মালদহ জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডলের বিরুদ্ধে অনাস্থা আনতে চলেছে তৃণমূল। দলের জেলা সভানেত্রী তথা রাজ্যসভা সাংসদ মৌসম বেনজির নূর বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘‘আগামী বুধবার, ১৬ জুন মালদহ জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে এই অনাস্থা প্রস্তাব পেশ করা হবে। নির্বাচিত জেলা পরিষদ সদস্যেরা মালদহ ডিভিশনাল কমিশনারের কাছে এই প্রস্তাব পেশ করবেন। এই মুহূর্তে ৩৭ জন সদস্যের মধ্যে আমাদের সঙ্গে আছেন ২৩ জন। সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১৯ জন সদস্য।’’

যদিও জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র বৃহস্পতিবার বলেন, ‘‘সংখ্যাগরিষ্ঠতার প্রমাণের দিন গরিষ্ঠতার প্রমাণ করে ক্ষমতা দখলে রাখবে বিজেপি।’’ প্রসঙ্গত, মালদহ জেলা পরিষদে মোট আসন ৩৮টি। ২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচনে ভোট হয়েছিল ৩৭টি আসনে। ২৯টি আসন পেয়েছিল তৃণমূল। কংগ্রেস ২টি এবং বিজেপি ৬টি আসন জিতেছিল। সভাধিপতি নির্বাচিত হন গৌরচন্দ্র। কিন্তু বিধানসভা নির্বাচনের দিন ঘোষণার পরই গৌর-সহ ১৫ জন সদস্য বিজেপি-তে যোগ দেন। ফলে বিজেপি দাবি করে, জেলা পরিষদ তাদের দখলে হয়েছে। যদিও বিধানসভা ভোটের পরে ফের বিজেপি থেকে কয়েকজন সদস্য তৃণমূলে যোগ দিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE