Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Dakshin Dinajpur

তৃণমূলের শো-কজ় সোনা, দেবাকে

তৃণমূল সূত্রে খবর, সোনা ও দেবা আগে তৃণমূলের জেলা কার্যকরী সভাপতি ছিলেন।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
গঙ্গারামপুর শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২০ ০২:৫২
Share: Save:

সোনা পাল, দেবাশিস মজুমদার ও সুর্নিমলজ্যোতি বিশ্বাসকে দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে শো-কজ় করলেন দক্ষিণ দিনাজপুরে জেলা তৃণমূল নেতৃত্ব। সোমবার সাংবাদিক বৈঠকে দলের জেলা সভাপতি গৌতম দাস জানান, ওই তিন নেতার জবাবে সন্তুষ্ট না হলে সাত দিন পরে তাঁদের বিরুদ্ধে ‘কঠিন শাস্তিমূলক’ ব্যবস্থা নেওয়া হতে পারে। তিনি বলেন, ‘‘ওই তিন নেতা বিভিন্ন সময়ে দলের বিভিন্ন পদে ছিলেন। এমনকী তাঁরা সরকারি পদেও রয়েছেন। কিন্তু পদ ও ক্ষমতার অপব্যবহার করে তাঁরা যে দুর্নীতিতে যুক্ত রয়েছেন, সেই অভিযোগ আমরা পেয়েছি। তাই তাঁদের শো-কজ় করা হয়েছে।’’ তিনি জানান, সোমবার থেকে দলের সঙ্গে কোনও সম্পর্ক রাখতে পারবে না ওই তিন নেতা।

তৃণমূল সূত্রে খবর, সোনা ও দেবা আগে তৃণমূলের জেলা কার্যকরী সভাপতি ছিলেন। সোনা জেলা পরিষদের মেন্টর এবং দেবা সিডব্লুসি-র চেয়ারম্যানও ছিলেন। কুশমণ্ডির সুনির্মলজ্যোতি অর্পিতা ঘোষের পিএ ছিলেন। তিনি উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের সদস্যও। তিন জনের বিরুদ্ধেই অভিযোগ, তাঁরা ক্ষমতার অপব্যবহার করেছেন। চাকরি দেওয়ার নাম করে টাকা তোলা থেকে কাটমানি নেওয়ার মতো অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে।

তবে তিন নেতাই অভিযোগ অস্বীকার করেছেন। সোনা বলেন, ‘‘তিরস্কার, বহিষ্কার এবং পুরস্কার সোনা পালের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে থাকে। আগে চিঠি আসুক তার পরে জবাব দেব। আমরা তৃণমূলের সৈনিক ছিলাম, আছি ও থাকব।’’ সুনির্মল বলেন, ‘‘আমি কোনও দুর্নীতির সঙ্গে যুক্ত নই। দল যদি শো-কজ় করে জবাব দেব।’’ দেবা জানান, তিনি চিঠি পাননি। পেলে জবাব দেবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Dakshin Dinajpur TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE