Advertisement
২৫ এপ্রিল ২০২৪
train

Accident: ব্রেক কষলেও ট্রেনের তলায় বৃদ্ধ, ঝুঁকি নিয়ে উদ্ধার কালিয়াগঞ্জ ট্রাফিক পুলিশের

কালিয়াগঞ্জ স্টেশনে ঢুকছিল রাধিকাপুর-হাওড়া এক্সপ্রেস। আচমকাই ওই লাইনে এক বৃদ্ধকে উল্টে পড়ে যেতে দেখেন ট্রাফিক আধিকারিক খাদিমুল ইসলাম।

ট্রেনের তলা থেকে বার করা হচ্ছে বৃদ্ধকে।

ট্রেনের তলা থেকে বার করা হচ্ছে বৃদ্ধকে। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কালিয়াগঞ্জ শেষ আপডেট: ১৫ মার্চ ২০২২ ২০:০২
Share: Save:

রেললাইনে উল্টে পড়ে ট্রেনের তলায় চলে গিয়েছিলেন বৃদ্ধ। ব্রেক কষেও ট্রেনের তলায় চলে যাওয়া থেকে ওই বৃদ্ধকে রক্ষা করতে পারেননি ট্রেনচালক। শেষ পর্যন্ত ওই পরিস্থিতি থেকে তাঁকে উদ্ধার করলেন উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ ট্রাফিক বিভাগের কর্মীরা। বৃদ্ধের প্রাণ রক্ষায় কালিয়াগঞ্জ ট্রাফিক বিভাগের এই মানবিক প্রয়াসকে কুর্নিশ জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার কালিয়াগঞ্জের সুকান্ত মোড় রেলগেটে যান নিয়ন্ত্রণের দায়িত্বে ছিলেন ট্রাফিক বিভাগের এএসআই খাদিমুল ইসলাম। সেই সময় শ্রীমতী রেলসেতু পেরিয়ে কালিয়াগঞ্জ স্টেশনে ঢুকছিল রাধিকাপুর-হাওড়া এক্সপ্রেস। আচমকাই ওই লাইনে এক বৃদ্ধকে উল্টে পড়ে যেতে দেখেন ট্রাফিক আধিকারিক খাদিমুল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃদ্ধকে পড়ে যেতে দেখে তাঁকে বাঁচাতে ট্রেনচালককে থামার ইশারা করেন খাদিমুল। এর পর তিনি রেললাইন ধরে দৌড়ে বৃদ্ধের কাছে পৌঁছন। খাদিমুলের পিছনে দৌড়তে থাকেন সিভিক কর্মী দিবাকর সাহা, প্রশান্ত ভৌমিক, যতন রায়, নবীন রায়, সন্তু কর্মকার এবং তাপস বর্মণও। খাদিমুলের ইশারা টের পেয়ে ট্রেন থামান চালকও।

কিন্তু তাতেও বিপত্তি কাটেনি। ট্রেন থামলেও বৃদ্ধ ইঞ্জিনের তলায় চলে যান। খবর পেয়ে ঘটনাস্থলে যান কালিয়াগঞ্জ ট্রাফিকের অন্যান্য আধিকারিকরাও। এর পর ট্রেনচালকের সহযোগিতায় ট্রাফিক আধিকারিক খাদিমুল-সহ অন্যান্যরা বৃদ্ধকে কোনওক্রমে বার করে আনতে সফল হন। জানা গিয়েছে, ওই বৃদ্ধের নাম বিনয় ঢাকি। তাঁর বাড়ি বাড়ি কালিয়াগঞ্জের ধনকৈল বেলতলি এলাকায়। আপাতত কালিয়াগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

train Accident Traffic Police
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE