পরপর দু’টি গুলি চলানোর ঘটনা মালদহের কালিয়াচকে। মাদক কারবারিদের মধ্যে লেনদেন সংক্রান্ত বিবাদের জেরে প্রথম গুলি চলার ঘটনাটি কালিয়াচক থানার ন্যাংড়ামোড় এলাকায় ঘটে। গুলিবিদ্ধ হন এক মাদক কারবারি। গুলিবিদ্ধ যুবকের নাম আলিউল্লা শেখ। গুরুতর আহত অবস্থায় তাঁকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। আলিউল্লা পেশায় একজন সেলাই মিস্ত্রি। পাশাপাশি তিনি মাদক কারবারে সঙ্গে যুক্ত ছিলেন বলেও পুলিশ জানিয়েছে।
অভিযুক্তরা হলেন মহিদুর শেখ এবং মিন্না শেখ। ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের অনুমান মাদক কারবারের ভাগাভাগি নিয়ে বিবাদের জেরেই এই ঘটনা ঘটেছে। অভিযুক্তরা এখনও অধরা বলেও পুলিশ সূত্রে খবর।