Advertisement
১৯ এপ্রিল ২০২৪

বন্‌ধকে সমর্থন নয় অহলুওয়ালিয়ারও

পর্যটন মরসুম, পুজোর আগে বা পরে কখনওই বন্‌ধ হওয়া উচিত নয় বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী তথা দার্জিলিঙের সাংসদ সুরেন্দ্র সিংহ অহলুওয়ালিয়া। মঙ্গলবার দুপুরে শিলিগুড়ি পুরসভার প্রয়াত নির্দল কাউন্সিলর অরবিন্দ ঘোষের শ্রাদ্ধানুষ্ঠানে যোগ দিতে তাঁর বাড়িতে গিয়েছিলেন তিনি। সে সময় এ কথা জানিয়েছেন।

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৬ ০২:৩৬
Share: Save:

পর্যটন মরসুম, পুজোর আগে বা পরে কখনওই বন্‌ধ হওয়া উচিত নয় বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী তথা দার্জিলিঙের সাংসদ সুরেন্দ্র সিংহ অহলুওয়ালিয়া। মঙ্গলবার দুপুরে শিলিগুড়ি পুরসভার প্রয়াত নির্দল কাউন্সিলর অরবিন্দ ঘোষের শ্রাদ্ধানুষ্ঠানে যোগ দিতে তাঁর বাড়িতে গিয়েছিলেন তিনি। সে সময় এ কথা জানিয়েছেন। তিনি জানান, কী কারণে বন্‌ধ হচ্ছে, রাজ্যের তা দেখা উচিত। ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় জিটিএ চুক্তি করেন। আর এখন সেটাকেই উচ্ছেদ করতে উঠে পড়ে লেগেছেন! তাঁর কথায়, মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছেন, তাতে মনে হয় শান্তির বাতাবরণ সৃষ্টি হয় না। বরং উত্তেজনা সৃষ্টি হচ্ছে।

অহলুওয়ালিয়ার কথায়, টাকার কথা বলে মুখ্যমন্ত্রী সাদাসিধে গোর্খাদের মনে সংশয় জাগাচ্ছেন। যেন কেউ ওই টাকা চুরি করেছে। এ ভাবে বলা তাঁর সাজে না বলে দাবি কেন্দ্রীয় মন্ত্রীর।

তাঁর অভিযোগ, ‘‘তিন মন্ত্রীকে পাহাড়ে পাঠিয়ে দমন করতে চাইছেন মুখ্যমন্ত্রী। এটা না করে শান্তিতে আলোচনা করলে সুরাহা হতো। মুখ্যমন্ত্রীরই উচিত শান্তির বার্তা পাঠানো।’’ মুখ্যমন্ত্রী পাহাড়ে দশটির বেশি সম্প্রদায়ের জন্য আলাদা উন্নয়ন পর্ষদ গড়েছেন। তা নিয়েও আপত্তি জানিয়ে অহলুওয়ালিয়া বলেন, ‘‘চুক্তি অনুসারেই সামাজিক পর্ষদগুলি জিটিএ করবে। সেই অধিকার মুখ্যমন্ত্রী দিচ্ছেন না।’’

অন্য দিকে, গৌতম দেব বলেন, পর্যটন ও পুজোর মরসুমে মোর্চা যে বন্‌ধ ডেকেছে, তা অযৌক্তিক, অন্যায় এবং হঠকারি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

S S Ahluwalia Bandh no support GJM
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE