সপ্তমীর সকালে নিজের সাত বছরের পুত্র এবং ছ’মাসের শিশুকন্যাকে শ্বাসরোধ খুন, তার পর গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন বধূ। পুরাতন মালদহ পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাচামারি গভর্মেন্ট কলোনির নিচু পাড়ায় ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বধূর নাম রুপালি হালদার (২৮)। তাঁকে এবং তাঁর ছেলে-মেয়ের দেহ মালদহ থানার পুলিশ উদ্ধার করে নিয়ে যায়। দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। স্থানীয়দের দাবি, স্বামী অসিত হালদারের সঙ্গে অনেক দিন ধরেই ঝামেলা চলছিল স্ত্রী রুপালির। ষষ্ঠীর রাতেও অসিত তাঁর ছেলেকে নিয়ে ঠাকুর দেখতে যেতে চাইলে স্ত্রী আপত্তি করেন। তা নিয়ে গন্ডগোল হয়। এর পর সকালেই দুই সন্তান-সহ রুপোলির দেহ উদ্ধার হয়।
পুলিশ সূত্রে খবর, অসিতকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।