বাড়িতে আগুন লেগে ঘুমন্ত অবস্থাতেই মৃত্যু হল এক যুবকের। বৃহস্পতিবার রাত্রে জলপাইগুড়িতে ডুয়ার্সের বানারহাটের ডায়না চা বাগানের ঘটনা। মৃতের নাম আকবর আলি (৩০)। আগুন লাগার কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। তদন্তে নেমেছে পুলিশ।
মৃত যুবকের পরিবারের দাবি, মদ্যপ অবস্থায় প্রায়ই বাড়ির সদস্যদের উপর অত্যাচার করতেন আকবর। বৃহস্পতিবার রাত্রেও বাড়ি ফিরে অশান্তি করছিলেন। বাড়ির মহিলাদের মারধর শুরু করেন। আতঙ্কিত মহিলারা ঘরের জানলা দিয়ে পালিয়ে পাশের বাড়িতে আশ্রয় নেন।
এর পরে গভীর রাতে আকবরের বাড়ি দাউদাউ করে জ্বলতে দেখেন প্রতিবেশীরা। আগুন নিভিয়ে আকবরকে উদ্ধারের চেষ্টা হয়। কিন্তু বিছানায় ঘুমন্ত অবস্থাতেই তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। আগুনে পুড়ে গিয়েছে তাঁর দেহের বেশির ভাগ অংশ।