Advertisement
০৫ মে ২০২৪
পুরভোটের প্রস্তুতি

আগ্রহীদের যোগ্যতা জানাতে বলল তৃণমূল

গোষ্ঠী কোন্দলের আশঙ্কা এড়াতে ওয়ার্ড কমিটির কাছে পুরভোটে লড়তে আগ্রহীদের ‘বায়োডাটা’ জমা নেওয়ার সিদ্ধান্ত নিল তৃণমূলের কোচবিহার জেলা কোর কমিটি। রবিবার জেলার ৪ পুরসভার ভোট নিয়ে ডাকা কমিটির বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চলছে কোর কমিটির বৈঠক। —নিজস্ব চিত্র।

চলছে কোর কমিটির বৈঠক। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কোচবিহার শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ০১:৪৬
Share: Save:

গোষ্ঠী কোন্দলের আশঙ্কা এড়াতে ওয়ার্ড কমিটির কাছে পুরভোটে লড়তে আগ্রহীদের ‘বায়োডাটা’ জমা নেওয়ার সিদ্ধান্ত নিল তৃণমূলের কোচবিহার জেলা কোর কমিটি। রবিবার জেলার ৪ পুরসভার ভোট নিয়ে ডাকা কমিটির বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তৃণমূল সূত্রের খবর, এক সপ্তাহের মধ্যে ওই ৪টি পুরসভার ওয়ার্ড কমিটি গুলিকে শহর ব্লক কমিটির মাধ্যমে তালিকা জমা দিতে হবে। তালিকা ভুক্ত আগ্রহী প্রার্থীদের নামের সঙ্গে সকলের সংক্ষিপ্ত ‘বায়োডাটা’ও জমা দিতে হবে বলে জানানো হয়েছে। তাতে বয়স, শিক্ষাগত যোগ্যতা, কত দিন ধরে দলের সঙ্গে যুক্ত রয়েছেন সে সব তথ্য উল্লেখ করতে হবে। প্রাথমিকভাবে ঠিক হয়েছে, আগামী রবিবার ফের কোর কমিটির বৈঠক করে প্রার্থী হতে আগ্রহীদের আবেদন পত্র খতিয়ে দেখা হবে।

তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি তথা কোর কমিটির চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ অবশ্য বলেন, “ওয়ার্ডভিত্তিক কর্মী ও শহর ব্লক নেতৃত্বের সঙ্গে কথা বলে প্রার্থী তালিকা করে অনুমোদনের জন্য সুপারিশ করা হবে। রাজ্য নেতৃত্বই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।”

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, কোচবিহার, তুফানগঞ্জ, দিনহাটা ও মাথাভাঙা পুরসভায় ভোট হওয়ার কথা রয়েছে। এ নিয়ে পুর ভোট প্রার্থী বাছাইয়ে গোষ্ঠী কোন্দলের আশঙ্কাও রয়েছে। দলের অন্দরেই রাজ্য নেতৃত্বের কাছেও সে খবর পৌঁছেছে বলে জানা গিয়েছে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তাই সর্বস্তরের নেতা কর্মীদের মতামত যাচাই করে তালিকা চূড়ান্ত করার বিষয়ে জোর দেওয়া হয়েছে। কোর কমিটির কো-চেয়ারম্যান রাজ্যের বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন অবশ্য বলেন, “গোষ্ঠী কোন্দলের তত্ত্ব ঠিক নয়। আসলে সবাইকেই প্রাপ্য মর্যাদা দিতে চাইছি।”

দলীয় সূত্রেই জানা গিয়েছে, কোচবিহার পুরসভার চেয়ারম্যান দীপক ভট্টাচার্য আসন সংরক্ষণের গেরোয় নিজের ওয়ার্ডে লড়াই করতে পারছেন না। যদিও কোন ওয়ার্ডে তাঁকে প্রার্থী করার ব্যাপারে আলোচনা হয়নি বলে জানা গিয়েছে। এ দিকে শনিবার শরিকদের মতবিরোধে কোচবিহারে চার পুরসভার আসন বন্টন নিয়ে সিদ্ধান্ত হয়নি বামফ্রন্টের বৈঠকে। ফ্রন্ট সূত্রের খবর, বৈঠকে দিনহাটা পুরসভায় একটি আসন ছাড়ার ব্যাপারে সিপিআইয়ের দাবি নিয়ে আপত্তি জানায় ফরওয়ার্ড ব্লক। কোচবিহারের চার পুরসভায় আরএসপি’র একটি করে আসনের দাবিও বৈঠকে মানতে চায়নি সিপিএম। ঠিক হয়েছে, প্রতিটি পুরসভা স্তরে ফ্রন্টের স্থানীয় নেতারা আসন বন্টন নিয়ে বৈঠক করবেন। মার্চের প্রথম সপ্তাহের মধ্যে ওই কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়।

সিপিএমের কোচবিহার জেলা সম্পাদক তারিণী রায় বলেন, “পুরসভাস্তরে ফ্রন্টগত আলোচনার মাধ্যমে ঐক্যবদ্ধ ভাবে লড়াই হবে।” ফরওয়ার্ড ব্লকের কোচবিহার জেলা সম্পাদক উদয়ন গুহ বলেন, “আসন দাবির অধিকার সব দলের রয়েছে। পরিবেশ, পরিস্থিতি, সংগঠন সবকিছু পর্যালোচনা করে। ঐক্যবদ্ধভাবে ভোটে লড়তে হবে।” সিপিআইয়ের জেলা সম্পাদক পার্থপ্রতিম সরকার অবশ্য বলেন, “পুরসভাস্তরে যাই সিদ্ধান্ত হোক আমরা দিনহাটায় লড়ছিই।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

cooch behar core committee
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE