Advertisement
১৬ এপ্রিল ২০২৪
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়

এক দিনের নোটিশে ভোটের মনোনয়ন, ক্ষোভ

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচন পরিচালনার জন্য ‘কমিশন’ তৈরি করে এক দিন বাদেই মনোনয়ন পত্র তোলার দিনক্ষণ ঘোষণা করা নিয়ে প্রশ্ন উঠল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে। বুধবার দুপুরে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করে ৯ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ভোট ঘোষণা করা হয়। মনোনয়নপত্র তোলার দিন ঘোষণা করা হয় আগামীকাল, ২৬ ডিসেম্বর। বিজ্ঞপ্তি ও মনোনয়ন তোলার দিনের মাঝখানে আজ, ২৫ ডিসেম্বর ছুটির দিন।

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৪ ০২:১৫
Share: Save:

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচন পরিচালনার জন্য ‘কমিশন’ তৈরি করে এক দিন বাদেই মনোনয়ন পত্র তোলার দিনক্ষণ ঘোষণা করা নিয়ে প্রশ্ন উঠল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে।

বুধবার দুপুরে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করে ৯ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ভোট ঘোষণা করা হয়। মনোনয়নপত্র তোলার দিন ঘোষণা করা হয় আগামীকাল, ২৬ ডিসেম্বর। বিজ্ঞপ্তি ও মনোনয়ন তোলার দিনের মাঝখানে আজ, ২৫ ডিসেম্বর ছুটির দিন।

এই নিয়ে সরব হয়েছে অল ইন্ডিয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, ছাত্র পরিষদ, এসএফআইয়ের মতো বিরোধী ছাত্র সংগঠনগুলি। তাদের অভিযোগ, সময় না দিয়ে শাসকদলের ছাত্র সংগঠনকে সুবিধা করে দিতে তাদের সঙ্গে যোগসাজশ করেই এ সব করা হচ্ছে। টিএমসিপি অবশ্য এই সিদ্ধান্তের বিরোধিতা করেনি।

টিএমসিপির জেলা সভাপতি নির্ণয় রায় বলেন, “আমাদের কোনওটাতেই সমস্যা নেই। আমরাই ছাত্র সংসদের নির্বাচনে জিতব। যারা পায়ের তলায় জমি পাচ্ছেন না তারাই এমন অভিযোগ তুলছেন।”

তবে অভিযোগ অস্বীকার করেছে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন। কমিশনের আহ্বায়ক কনককান্তি বাগচী জানান, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা এবং অন্যান্য সব দিক দেখেই এই সময় ঠিক করা হয়েছে। পুরো বিষয়টি আলোচনার জন্য মনিটরিং কমিটি গঠন করা হয়েছিল। তারা সমস্ত দিক খতিয়ে দেখেছেন। তিনি বলেন, ‘‘গত ১৭ ডিসেম্বর চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশিত হয়েছে। সেই মতো দিনক্ষণ এ দিন জানিয়ে দেওয়া হয়েছে।”

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, খসড়া ভোটার তালিকা এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময় থেকেই ছাত্রছাত্রীরা ভোটের প্রস্তুতি শুরু করে দেন। ১৯ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ে স্নাতোকোত্তর স্তরের পরীক্ষা শুরু হচ্ছে। তার আগে ভোট প্রক্রিয়া শেষ করতে হবে। পুলিশ প্রশাসনের সহযোগিতা পাওয়ার বিষয়টিও রয়েছে। উপাচার্য সোমনাথ ঘোষ বলেন, “নির্বাচন কমিশন ঘোষণা হয়েছ। সমস্ত দিক বিচার করেই মনিটরিং কমিটি দিনক্ষণ ঠিক করতে সাহায্য করেছে। এখন পুরো বিষয়টি কমিশন দেখছে। কোনও ছাত্র সংগঠনের কিছু বলার থাকলে তারা তা জানাক। আমার মতামত চাওয়া হলে ছাত্রদের সমস্যার কথা মাথায় রেখে নিশ্চয়ই জানাব।”

অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পিজি ইউনিটের ছাত্র নেতা প্রদীপন গঙ্গোপাধ্যায়ের দাবি, এ দিন কমিশন গঠন করে নির্বাচন ঘোষণা এবং তার পরেই মনোনয়ন তোলার দিন ঘোষণার পিছনে শাসক দলকে সুবিধা পাইয়ে দেওয়া উদ্দেশ্য কাজ করছে। তা ছাড়া কমিশন সর্বদল বৈঠকও ডাকেনি। বিভিন্ন সংগঠনের সঙ্গে এ সব নিয়ে কোনও কথাও বলেনি। প্রদীপন বলেন, ‘‘এ দিন বিকেলের দিকে নির্বাচন ঘোষণার খবর জানা গিয়েছে। বৃহস্পতিবার ছুটি। পরের দিন মনোনয়ন তোলার দিন। তা হলে কমিশনকে জানাব কখন। পরে জানালে কি কমিশন শুনবে?”

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, নিয়ম মাফিক ভোটার তালিকা প্রকাশের পর ১ মাসের মধ্যেই নির্বাচন সম্পূর্ণ করতে হবে। ৯ জানুয়ারি ভোটের পরে গণনা হবে। ১৩ জানুয়ারি ছাত্র সংসদের কমিটি গঠন করা হবে। ২৬ ডিসেম্বর বেলা ১২টা থেকে ৩ টার মধ্যে মনোনয়ন তোলার দিন। মনোনয়ন জমা করার দিন ৩০ ডিসেম্বর।

তার মাঝে কয়েক দিন রয়েছে। তাই আরও একটা দিন মনোয়নপত্র তোলার জন্য রাখা যেতেই পারত বলে দাবি করেন ছাত্র পরিষদের বিশ্ববিদ্যালয়ের নেতা তথা ছাত্র সংসদের প্রাক্তন সাধারণ সম্পাদক রোনাল্ড দে। এসএফআইয়ের জেলা সম্পাদক সৌরভ দাসের দাবি, “নির্বাচন ঘোষণার পর এত কম সময়ের মধ্যে মনোনয়ন তোলার দিন ঠিক করায় সমস্যায় পড়তে হবে। অতীতে নির্বাচন ঘোষণার পর অন্তত ৩/৪ দিন সময় দেওয়া হত মনোনয়ন পত্র তোলার আগে। তা ছাড়া এ দিনই ভোটার তালিকা হাতে পেয়েছে ছাত্র পরিষদের মতো সংগঠনগুলি।”

প্রদীপনবাবুরা জানান, তারা ভোটার তালিকা পাননি। সাব রেজিস্ট্রারের দফতর থেকে কমিশনের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE