Advertisement
E-Paper

ধর্মঘটে স্নাতকের পরীক্ষায় অনিশ্চয়তা

সাধারণ ধর্মঘটের জেরে আজ, সোমবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ও গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীন জেলার ছয়টি কলেজে পড়ুয়ারা স্নাতক স্তরের পরীক্ষা দিতে যেতে পারবেন কী না, তা নিয়ে অনিশ্চিয়তা দেখা দিয়েছে। একইভাবে ধর্মঘটের জেরে সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়া সম্ভব হবে কীনা, তা নিয়ে উদ্বিগ্ন বিভিন্ন কলেজ কর্তৃপক্ষ। রায়গঞ্জ থেকে এইমসের ধাঁচে হাসপাতাল সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টার প্র তিবাদে ও কেন্দ্রের আগের সিদ্ধান্ত অনুযায়ী রায়গঞ্জেই ওই হাসপাতাল তৈরির দাবিতে আজ জেলায় ২৪ ঘন্টা সাধারণ ধর্মঘটের ডাক দিয়ে পশ্চিম দিনাজপুর চেম্বার অফ কমার্স।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জুন ২০১৪ ০২:৩৬

সাধারণ ধর্মঘটের জেরে আজ, সোমবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ও গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীন জেলার ছয়টি কলেজে পড়ুয়ারা স্নাতক স্তরের পরীক্ষা দিতে যেতে পারবেন কী না, তা নিয়ে অনিশ্চিয়তা দেখা দিয়েছে। একইভাবে ধর্মঘটের জেরে সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়া সম্ভব হবে কীনা, তা নিয়ে উদ্বিগ্ন বিভিন্ন কলেজ কর্তৃপক্ষ। রায়গঞ্জ থেকে এইমসের ধাঁচে হাসপাতাল সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টার প্র তিবাদে ও কেন্দ্রের আগের সিদ্ধান্ত অনুযায়ী রায়গঞ্জেই ওই হাসপাতাল তৈরির দাবিতে আজ জেলায় ২৪ ঘন্টা সাধারণ ধর্মঘটের ডাক দিয়ে পশ্চিম দিনাজপুর চেম্বার অফ কমার্স। তৃণমূল কংগ্রেস বাদে ওই ধর্মঘটকে সমর্থন করে কংগ্রেস, সিপিএম, বিজেপি সহ বিভিন্ন ব্যবসায়ী, পরিবহণ মালিকদের সংগঠনও। তবে চেম্বার অব কমার্সের তরফে পরীক্ষাকে ধর্মঘটের আওতার বাইরে রাখা হবে বলে ঘোষণা করা হলেও গাড়ি না চলায় ছাত্রছাত্রীরা কী ভাবে পরীক্ষা দিতে যাবেন তা নিয়ে ছাত্রছাত্রী মহলে দুশ্চিন্তা রয়েছে।

জেলাশাসক স্মিতা পাণ্ডে ও পুলিশ সুপার রাজেশকুমার যাদব বলেন, “জেলায় পর্যাপ্ত সরকারি বাস চালু থাকবে। আশা করি, পড়ুয়াদের কলেজে গিয়ে পরীক্ষা দিতে কোনও অসুবিধা হবে না।” চেম্বার অফ কমার্সের সাধারণ সম্পাদক শঙ্কর কুণ্ডু জানিয়েছেন, পড়ুয়াদের ভবিষ্যতের কথা মাথায় রেখে পরীক্ষা পর্বকে ধর্মঘটের আওতার বাইরে রাখা হয়েছে। আর জেলা বাস ও মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক প্লাবন প্রামাণিক ও রায়গঞ্জ ট্যুরার অ্যান্ড অটো ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজয় ঘোষ জানা, কোনও বাস, ট্রেকার ও অটো রাস্তায় নামবে না। তবে পড়ুয়ারা সরকারি বাস বা গাড়ি ভাড়া করে পরীক্ষাকেন্দ্রে গেলে আমরা বাধা দেব না।

উত্তরবঙ্গ ও গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় -এর দুই উপাচার্য সোমনাথ ঘোষ ও গোপাল মিশ্র জানান, বিশ্ববিদ্যালয়ের পক্ষে পরীক্ষা বাতিল করা সম্ভব নয়। পড়ুয়াদের নির্বিঘ্নে ঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছনোর ব্যবস্থা করার জন্য দুটি বিশ্ববিদ্যালয়ের তরফেই জেলা পুলিশ ও প্রশাসনের কাছে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে। জেলার ছয়টি কলেজের মধ্যে রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজ ও ইসলামপুর কলেজ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে। বাকি রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়, কালিয়াগঞ্জ কলেজ, ডালখোলা অগ্রসেন মহাবিদ্যালয় ও ইটাহারের ডক্টর মেঘনাদ সাহা কলেজ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে। আজ, সকাল ৯টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত তিন দফায় রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজ ও ইসলামপুর কলেজে প্রথম ও দ্বিতীয় বর্ষের বিভিন্ন বিভাগে পাস কোর্সের একাধিক বিষয়ের পরীক্ষা হওয়ার কথা। বাকি চারটি কলেজে বেলা ১১টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত প্রথমবর্ষ ও দ্বিতীয় বর্ষের বিভিন্ন বিভাগের পাস কোর্সের একাধিক বিষয়ের পরীক্ষা রয়েছে।

অন্য দিকে, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় হোম সেন্টার তুলে দেওয়ার কারণে রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের পড়ুয়াদের ইটাহারের ডক্টর মেঘনাদ সাহা ও ইটাহার বিএড কলেজে, কালিয়াগঞ্জ কলেজের পড়ুয়াদের বুনিয়াদপুর কলেজ এবং রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ে, ডালখোলা অগ্রসেন মহাবিদ্যালয়ের পড়ুয়াদের রায়গঞ্জ বিএড কলেজে ও ইটাহারের ডক্টর মেঘনাদ সাহা কলেজের পড়ুয়াদের সোম বার কালিয়াগঞ্জ কলেজে পরীক্ষার দিতে যেতে হবে।

aims hospital north bengal university gour banga university chamber of commerce west dinajpur call for general strike strike
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy