Advertisement
২৭ এপ্রিল ২০২৪

প্রার্থীর নাম ঘোষণার আগে প্রচারে দু’জন

বালুরঘাট লোকসভা কেন্দ্রে প্রার্থী হিসেবে তাঁর নাম এখনও ঘোষণা হয়নি। কিন্তু, বালুরঘাটে ভোটের প্রচারে নেমে পড়লেন প্রদেশ কংগ্রেস নেতা ওমপ্রকাশ মিশ্র। বৃহস্পতিবার সকালে বালুরঘাটের বুড়িকালী মন্দিরে পুজো দিয়ে তিনি ভোট প্রচারের সূচনা করেন। দুপুরে বালুরঘাট ব্লকের জলঘরে কর্মী বৈঠক করে হিলি ব্লকের হাটে কংগ্রেসের ব্যানারে প্রচার করেন।

বুড়ি কালী মন্দিরে পুজো দিয়ে প্রচারে নামলেন ওমপ্রকাশ মিশ্র। বৃহস্পতিবার বালুরঘাটে অমিত মোহান্তের তেলা ছবি।

বুড়ি কালী মন্দিরে পুজো দিয়ে প্রচারে নামলেন ওমপ্রকাশ মিশ্র। বৃহস্পতিবার বালুরঘাটে অমিত মোহান্তের তেলা ছবি।

অনুপরতন মোহান্ত
বালুরঘাট শেষ আপডেট: ২১ মার্চ ২০১৪ ০৫:১৮
Share: Save:

বালুরঘাট লোকসভা কেন্দ্রে প্রার্থী হিসেবে তাঁর নাম এখনও ঘোষণা হয়নি। কিন্তু, বালুরঘাটে ভোটের প্রচারে নেমে পড়লেন প্রদেশ কংগ্রেস নেতা ওমপ্রকাশ মিশ্র। বৃহস্পতিবার সকালে বালুরঘাটের বুড়িকালী মন্দিরে পুজো দিয়ে তিনি ভোট প্রচারের সূচনা করেন। দুপুরে বালুরঘাট ব্লকের জলঘরে কর্মী বৈঠক করে হিলি ব্লকের হাটে কংগ্রেসের ব্যানারে প্রচার করেন। এই কেন্দ্রে দলের আর এক সম্ভাব্য প্রার্থী দক্ষিণ দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি নীলাঞ্জন রায়ও দু’দিন ধরে ইটাহার, হরিরামপুর, কুশমন্ডিতে প্রচার শুরু করেছেন। বালুরঘাটের আসনে তৃণমূল, বিজেপি, বামফ্রন্টে মত মূল প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলি তাদের প্রার্থী নির্বাচন শেষ করে ভোট প্রচারে অনেকটা এগিয়ে গেলেও কংগ্রেসের ‘গুরু-শিষ্যে’র মধ্যে টানাপোড়েনের জেরে দলের একাংশ কর্মী সমর্থক ধন্দে পড়েছেন।

যদিও জেলা কংগ্রেস সভাপতি নীলাঞ্জন রায় এ দিন বলেন, “আমি কোনও প্রতিযোগিতায় নেই। প্রার্থী হতে আমার নামও আমি সুপারিশ করে পাঠাইনি। ওমপ্রকাশদাকেই বালুরঘাট কেন্দ্রে প্রার্থী নির্বাচন করে জেলা থেকে চিঠি পাঠানো হয়েছিল। হাইকমান্ড কী সিদ্ধান্ত নেবেন, জানা নেই।” অন্য দিকে, প্রদেশ নেতা ওমপ্রকাশবাবুর বক্তব্য, “এত দূর এগিয়ে পিছিয়ে যাওয়ার কোনও রাস্তা নেই বালুরঘাট কেন্দ্রে প্রার্থী করা না হলেও আমি বালুরঘাট ছাড়ছি না।”

এ বিষয়ে নীলাঞ্জনের সঙ্গে কোনও বিরোধ নেই বলে ওমপ্রকাশবাবু মন্তব্য করেছেন। তবে জেলার একাংশ নেতৃত্বের অভিযোগ, জেলা সভাপতি নীলাঞ্জনবাবু বিষয়টি নিয়ে ওমপ্রকাশবাবুর সমর্থনে প্রকাশ্যে বিবৃতি দিলে দলের ভিতরে ধোঁয়াশা তৈরি হতো না।

গত দু’সপ্তাহ ধরে এই কেন্দ্রে প্রার্থী নির্বাচন নিয়ে দলের অন্দরে তৈরি হওয়া দোলাচল এখনও নিষ্পত্তি করে উঠতে পারেনি প্রদেশ কংগ্রেস। দলীয় সূত্রে খবর, একদিকে, প্রদেশ কংগ্রেস সাধারণ সম্পাদক ওমপ্রকাশ মিশ্র, অন্য দিকে দক্ষিণ দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি নীলাঞ্জন রায় এঁদের মধ্যে কে হবেন বালুরঘাট লোকসভার কংগ্রেস প্রার্থী, তা নিয়ে দলের নবীন এবং প্রবীণপন্থীদের মধ্যে দোলাচল তৈরি হয়। শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তের ভার হাইকমান্ডের উপর বর্তেছে।

দলীয় সূত্রের খবর, প্রথমে এই কেন্দ্রে ওমপ্রকাশবাবুকেই প্রার্থী করা হবে বলে প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে থাকা প্রদীপ ভট্টাচার্য ঘোষণা করেছিলেন। দীর্ঘ এক বছর ধরে জেলায় দলের নানা কর্মসূচির সঙ্গে যুক্ত থেকে তিনি জেলা সভাপতি নীলাঞ্জনকে সঙ্গে নিয়ে আন্দোলন সংগঠিত করেন। পরিকল্পনা মতোই সব এগোচ্ছিল। কিন্তু দলীয় প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে শেষ পর্যন্ত জেলার স্থানীয় নেতৃত্বকে বর্তমান প্রদেশ নেতৃত্ব গুরুত্ব দিলে ওমপ্রকাশবাবুকে প্রার্থী করা নিয়ে শুরু হয় টানাপোড়েন। কংগ্রেস সূত্রে খবর, তার বদলে প্রার্থী হিসাবে উঠে আসে নীলাঞ্জন রায়ের নাম। এই নিয়ে দলের অন্দরে শুরু হয় বিস্তর টানাপোড়েন। তার জেরে ওমপ্রকাশবাবু এবং নীলাঞ্জনবাবুর মধ্যেও দূরত্ব তৈরি হয়েছে বলে দলের কর্মী সমর্থকেরা আঁচ পেতে শুরু করেছেন বলে অভিযোগ। ইতিমধ্যে বালুরঘাট লোকসভা আসন ছাড়া তিনি অন্য আর কোনও আসনে প্রার্থী হতে চান না বলে ওমপ্রকাশবাবু এআইসিসির সাধারণ সম্পাদক তথা এ রাজ্যের দায়িত্বপ্রাপ্ত সিপি যোশিকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন।

বুধবারই প্রদেশ নেতা তথা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওমপ্রকাশবাবু টানা ছুটি নিয়ে বালুরঘাটে এসে ঘাঁটি গেড়েছেন। তার পর থেকে ওঁর সঙ্গে জেলার অধিকাংশ ব্লক কংগ্রেস নেতা ও কর্মী যোগাযোগ করতে শুরু করেছেন বলে ওমপ্রকাশ অনুগামী নেতাদের দাবি। ওমপ্রকাশবাবু জানান, বিশ্ববিদ্যালয় থেকে তিনি আগামী ২৭ এপ্রিল পর্যন্ত ছুটি নিয়েছেন ভোট প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তিনি বালুরঘাটেই থাকবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

arunratan mohanta balurghat
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE