Advertisement
E-Paper

প্রার্থীর বাছাই নিয়ে দোলাচলে কংগ্রেস

বালুরঘাট লোকসভা আসনে প্রার্থীর নাম চূড়ান্ত করা নিয়ে দোলাচলে পড়ে গিয়েছে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। অন্তত দলীয় সূত্রে এমনটাই জানা গিয়েছে। প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক ওম প্রকাশ মিশ্রকে ওই আসন থেকে প্রার্থী করা হবে বলে জেলা কংগ্রেস ও প্রদেশ কংগ্রেস নেতারা বালুরঘাটে এসে একাধিকবার প্রকাশ্যে ঘোষণা করেছেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ মার্চ ২০১৪ ০২:০৬

বালুরঘাট লোকসভা আসনে প্রার্থীর নাম চূড়ান্ত করা নিয়ে দোলাচলে পড়ে গিয়েছে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। অন্তত দলীয় সূত্রে এমনটাই জানা গিয়েছে। প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক ওম প্রকাশ মিশ্রকে ওই আসন থেকে প্রার্থী করা হবে বলে জেলা কংগ্রেস ও প্রদেশ কংগ্রেস নেতারা বালুরঘাটে এসে একাধিকবার প্রকাশ্যে ঘোষণা করেছেন। যদিও দলের অন্দরের খবর, শেষ মুহূর্তে দলের দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি নীলাঞ্জন রায়, সহ এক প্রয়াত নেতার ছেলেকে প্রার্থী করা নিয়েও আলোচনা চলছে।

জেলা কংগ্রেস থেকে ওমপ্রকাশকে প্রার্থী চেয়ে প্রদেশ দফতরে রিপোর্ট পাঠানো হয়েছিল। দলীয় সূত্রের খবর, বহিরাগত কাউকে প্রার্থী করার বদলে স্থানীয় কোনও নেতাকে প্রার্থী করায় জোর দিয়েছে কংগ্রেস হাইকমান্ড। বিশেষত তরুণ প্রার্থী দলের শীর্ষ নেতৃত্বের পছন্দ। সে কারণেই প্রার্থী ঘোষণার আগে ওমপ্রকাশবাবুর নাম নিয়ে জল্পনা শুরু হয়েছে। জেলা কংগ্রেস সভাপতি নীলাঞ্জনবাবু রাহুল গাঁধীর তৈরি করা ‘তরুণ ব্রিগেডের’ সদস্য। এমবিএ পাশ করা আইনজীবী নীলাঞ্জনবাবুর মতো লোকসভা কেন্দ্রের অর্ন্তগত এক বিধানসভার প্রয়াত বিধায়কের ছেলের নামও দ্বিতীয় পছন্দের তালিকায় আলোচিত হচ্ছে বলে জানা গিয়েছে। প্রার্থী নির্বাচন নিয়ে শেষবেলায় কংগ্রেসের অন্দরে টানাপোড়েনের জেরে দলীয় কর্মী সমর্থকদের একাংশের মধ্যে বিভ্রান্তি ছড়িয়েছে। যদিও তা মানতে নারাজ জেলা কংগ্রেস সভাপতি। নীলাঞ্জনবাবু বলেন, “বালুরঘাট কেন্দ্রে প্রার্থী হিসাবে জেলা কংগ্রেস কমিটি থেকে একমাত্র ওমপ্রকাশবাবুর নামই পাঠানো হয়েছে। প্রার্থী হিসাবে তাঁকেই আমরা সকলে চাই।” প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক ওমপ্রকাশ বলেন, “বালুরঘাট আসন থেকে আমি দাঁড়াতে চাই সে কথা দলের হাইকমান্ডকে জানিয়ে দিয়েছি। এখন হাইকমান্ড যা ঠিক সেই মতো পদক্ষেপ করবেন।”

২০১১-র পর দক্ষিণ দিনাজপুরে তৃণমূলের উত্থানের শুরু। কংগ্রেসের সংগঠনকে চাঙ্গা করতে প্রদেশ নেতা ওমপ্রকাশবাবু জেলায় ঘনঘন যাতায়াত শুরু করেন। দক্ষিণ দিনাজপুরে দলের আন্দোলন কর্মসূচির সঙ্গে নিজেকে যুক্ত রেখেছিলেন ওমপ্রকাশবাবু। সেই সঙ্গে বাসিন্দাদের বিপদ পাশে থেকে ওমপ্রকাশ জন সংযোগ জারি রাখেন। বংশীহারির সিদ্দিকা পারভিনকে দিল্লির এইমস হাসপাতালে চিকিৎসা করানো, বালুরঘাটের বিশ্বাসপাড়ার ৫ বছরের শিশু ইন্দ্রাশিসকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে তিনি অগ্রণী ভূমিকা নিয়েছিলেন।

৬ মাস ধরে লোকসভা কেন্দ্রের প্রতিটি বুথে জনসংযোগ যাত্রায় তিনি নিয়মিত অংশ গ্রহণ করেন। সংগঠনের সর্বস্তরে পরিচিতও হন। ১১ জানুয়ারি কুশমন্ডির প্রকাশ্য সভায় তৎকালীন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য বালুরঘাট লোকসভা আসনে দলের প্রার্থী ওমপ্রকাশ মিশ্রর নাম ঘোষণাও করে দেন। যদিও গত মাসে দিল্লিতে প্রদেশ কংগ্রেসের পক্ষে দক্ষিণ দিনাজপুরের জেলা কংগ্রেস সভাপতি নীলাঞ্জন রায়ের বক্তৃতা সর্বভারতীয় সহ সভাপতি রাহুল গাঁধীকে আকৃষ্ট করে। সে কারণেই বালুরঘাটের প্রার্থী বাছাই নিয়ে হাইকমান্ড হস্তক্ষেপ করে বলে জানা গিয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত আপাতত হাইকমান্ডের উপরেই নির্ভর করছে। ১২ মার্চ সেই ঘোষণা হবে।

balurghat congress
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy