Advertisement
০২ মে ২০২৪
২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে পঠনপাঠন চালুর সিদ্ধান্ত সরকারের

বিশ্ববিদ্যালয় গড়ার উদ্যোগ রায়গঞ্জে

রাজ্যে আরও একটা বিশ্ববিদ্যালয় গড়ার উদ্যোগ। এ বার শিকে ছিঁড়ত চলেছে উত্তরবঙ্গের ভাগ্যে। রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজকে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে উন্নীত করতে উদ্যোগী হল রাজ্য সরকার। ইতিমধ্যেই কলেজ কর্তৃপক্ষের কাছে পরিকাঠমো সংক্রান্ত সমস্ত তথ্য চেয়ে চিঠি পাঠায় রাজ্যের উচ্চ শিক্ষা দফতর। তবে কলেজের অধ্যক্ষ উত্তম রায় এখনই এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি।

গৌর আচার্য
রায়গঞ্জ শেষ আপডেট: ২৩ জুন ২০১৪ ০২:৩১
Share: Save:

রাজ্যে আরও একটা বিশ্ববিদ্যালয় গড়ার উদ্যোগ। এ বার শিকে ছিঁড়ত চলেছে উত্তরবঙ্গের ভাগ্যে। রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজকে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে উন্নীত করতে উদ্যোগী হল রাজ্য সরকার। ইতিমধ্যেই কলেজ কর্তৃপক্ষের কাছে পরিকাঠমো সংক্রান্ত সমস্ত তথ্য চেয়ে চিঠি পাঠায় রাজ্যের উচ্চ শিক্ষা দফতর। তবে কলেজের অধ্যক্ষ উত্তম রায় এখনই এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি।

সম্প্রতি, উচ্চ শিক্ষা দফতরের বিশ্ববিদ্যালয় শাখার সহকারী সচিব পিকে দাস ভারপ্রাপ্ত অধ্যক্ষকে চিঠি দিয়ে কলেজের পরিকাঠামো সংক্রান্ত বিভিন্ন তথ্য চেয়ে পাঠান। কলকাতার বিকাশভবন থেকে পাঠানো চিঠিতে, রাজ্য সরকারের প্রস্তাব অনুযায়ী রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার জন্যই কলেজের পরিকাঠামো সংক্রান্ত বিভিন্ন তথ্য চাওয়া হচ্ছে। কলেজ সূত্রের খবর ভারপ্রাপ্ত অধ্যক্ষ উত্তম রায় উচ্চশিক্ষা দফতরে সে তথ্য পাঠিয়ে দিয়েছেন।

কলেজের টিচার্স কাউন্সিল-এর সম্পাদক ও ওয়েস্ট বেঙ্গল কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি প্রফেসর অ্যাসোসিয়েশন -এর উত্তর দিনাজপুর জেলা সভাপতি তাপস মোহান্ত বলেন, “ইউনিভার্সিটি কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার জন্য রাজ্য উচ্চশিক্ষা দফতরের তরফে যা যা তথ্য চাওয়া হয়েছে, কলেজ কর্তৃপক্ষের তরফে তা সবই পাঠিয়ে দেওয়া হয়েছে।” রাজ্যর পরিষদীয় সচিব অমল আচার্যের দাবি, রাজ্য সরকার ২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে উন্নীত করে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে পঠনপাঠন চালু করার সিদ্ধান্ত নিয়েছে। কলেজের পরিকাঠামো সংক্রান্ত তথ্য জানা না থাকলে উচ্চশিক্ষা দফতরের পক্ষে বিশ্ববিদ্যালয়ে উন্নীতকরণের কাজ শুরু করা সম্ভব হবে না, তাই এই উদ্যোগ।

সূত্রের খবর, সরকারি নির্দেশ অনুযায়ী কলেজ কর্তৃপক্ষ ইতিমধ্যেই রাজ্য উচ্চশিক্ষা দফতরে, রায়গঞ্জ কলেজের জমির পরিমাণ, স্থায়ী ও আংশিক সময়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী, ক্লাসরুম, ভবন, ছাত্র ও ছাত্রী আবাস, ল্যাবরেটরি ও শিক্ষক আবাসনের সংখ্যা লিখিত জানিয়ে দিয়েছেন। সেইসঙ্গে কলেজে স্নাতক স্তরে কোন কোন বিভাগ চালু রয়েছে সেকথাও কলেজের তরফে উচ্চশিক্ষা দফতরে জানিয়ে দেওয়া হয়েছে।

গত বছরের ২৭ নভেম্বর রায়গঞ্জে একটা সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজে একটি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস চালু করার কথা ঘোষণা করেছিলেন । প্রশাসনিক সূত্রে খবর কলেজের পরিকাঠামো ভাল থাকায় ও যেহেতু কলেজের পঠন পাঠন সহ প্রশাসনিক কাজকর্ম উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় সরাসরি নিয়ন্ত্রণ করে, সেই কারণে পরবর্তীতে ওই কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার ব্যাপারে সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার।

ছাত্র পরিষদ পরিচালিত কলেজের ছাত্র সংসদ সাধারণ সম্পাদক শুভাশিস সাহা জানান, পড়ুয়াদের উচ্চশিক্ষার স্বার্থে ও তাঁদের হয়রানি এড়াতে রাজ্য সরকার উপযুক্ত পরিকাঠামো তৈরি করে রায়গঞ্জ কলেজকে বিশ্ববিদ্যালয় করলে আপত্তি নেই। আর এসএফআই জেলা সম্পাদক প্রাণেশ সরকার বলেন, “আশা করব, পড়ুয়াদের উন্নত পঠনপাঠনের স্বার্থে রাজ্য সরকার এই কলেজ বিশ্ববিদ্যালয় করার প্রতিশ্রুতি পালন করবে।” জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অজয় সরকারের দাবি কলেজের যা পরিকাঠামো, তাতে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে উন্নীতকরণে রাজ্য সরকারের অসুবিধা হবে না। তাঁর আরও বক্তব্য, সেই কারণেই এই কলেজকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে উন্নীত না করে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করার জন্য আর্জি জানান তাঁরা।

এদিকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোমনাথ ঘোষ জানিয়েছেন, রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করার বিষয়ে এখনও তাদের কাছে কোনও রকম সরকারি নির্দেশিকা আসেনি। উচ্চশিক্ষা দফতর তাদের না জানিয়ে সরাসরিও উদ্যোগী হতে পারে বলেও জানিয়েছেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

raiganj gour acharya university
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE