Advertisement
২৭ এপ্রিল ২০২৪

বাড়ির সামনে পড়ে যুদ্ধবিমান, দেখতে ভিড় জয়গাঁয়

বাড়ির সামনে পড়ে রয়েছে আস্ত এক যুদ্ধ বিমানের খোল। তার উপরে উঠে খেলছে শিশুরা। নাড়ানোর চেষ্টা করছে ধাতব ডানা। জড়ো হয়েছেন এলাকার বধূরাও। সকলেই মন দিয়ে, খুঁটিয়ে দেখছেন বায়ুসেনার যুদ্ধ বিমান মিগ-২৭। কোনও বিমানঘাঁটিতে নয়, এই ঘটনা জয়গাঁ-২ পঞ্চায়েতের বিবেকানন্দ পল্লির হরিমন্দির এলাকার ঘটনা। বায়ুসেনার এই বাতিল যুদ্ধবিমানটির বিক্রির খবর পেয়ে সোমবার সকালে এলাকায় ছুটে যায় জয়গাঁ থানার ওসি থেকে এসএসবি জওয়ান সকলেই।

মিগ বিমানের খোল দেখতে ভিড়। ছবিটি তুলেছেন নারায়ণ দে।

মিগ বিমানের খোল দেখতে ভিড়। ছবিটি তুলেছেন নারায়ণ দে।

নিজস্ব সংবাদদাতা
আলিপুরদুয়ার শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০১৪ ০২:০৩
Share: Save:

বাড়ির সামনে পড়ে রয়েছে আস্ত এক যুদ্ধ বিমানের খোল। তার উপরে উঠে খেলছে শিশুরা। নাড়ানোর চেষ্টা করছে ধাতব ডানা। জড়ো হয়েছেন এলাকার বধূরাও। সকলেই মন দিয়ে, খুঁটিয়ে দেখছেন বায়ুসেনার যুদ্ধ বিমান মিগ-২৭।

কোনও বিমানঘাঁটিতে নয়, এই ঘটনা জয়গাঁ-২ পঞ্চায়েতের বিবেকানন্দ পল্লির হরিমন্দির এলাকার ঘটনা। বায়ুসেনার এই বাতিল যুদ্ধবিমানটির বিক্রির খবর পেয়ে সোমবার সকালে এলাকায় ছুটে যায় জয়গাঁ থানার ওসি থেকে এসএসবি জওয়ান সকলেই। বিমানটি গত ২৫ এপ্রিল হাসিমারা বায়ুসেনা শিবিরে হওয়া নিলামে কেনেন জয়গাঁর লোহা ব্যবসায়ী দীপেশ মল্লিক। দীপেশবাবু জানিয়েছেন, বিভিন্ন সরকারি সংস্থার থেকে নিলামে নানা জিনিস কেনেন তিনি। গত ২৫ এপ্রিল প্রায় ২ লক্ষ ৬০ হাজার টাকা দিয়ে মিগ-২৭ এস ৫২৪ বিমানটি হাসিমারা বায়ুসেনার ঘাটি থেকে কেনেন তিনি। ট্রাকে চাপিয়ে গোটা বিমানটি আনা সম্ভব না হওয়ায়, তিনি বেশ কয়েকটি টুকরো করে সেটি নিজের দোকানে নিয়ে আসেন। বিমানের ককপিটটি দোকানে রাখলেও বিমানের বাকি অংশ পাশেই একটি মাঠে রাখনে। কেউ যদি বিমানটি ওই অবস্থায় কেনেন তবে তিনি বিক্রি করবেন, না হলে সেটিকে টুকরো করে বিক্রি করবেন বলে জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দা জোৎস্ন্যা মণ্ডল ও নিশা দত্তরা বলেন, “এতদিন টিভি ও আকাশে প্লেন উড়তে দেখেছি। বাড়ির সামনে একটি বিমান এভাবে পড়ে রয়েছে শুনেই তা দেখতে চলে আসি।” ছোট থেকে বড় সকলেই ভিড় জামাচ্ছেন সেখানে। জয়গাঁ থানার ওসি রিংচেন লামা ভুটিয়া বলেন, “বিমান কেনার ঘটনাটি শুনেছি। বিমান দেখতে বাসিন্দারা ভিড় করছেন।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

alipurduar fighter plane mig
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE