Advertisement
২০ এপ্রিল ২০২৪

মৃদু ভূকম্পন শিলিগুড়ি, দার্জিলিঙে

ভূস্তরের প্লেটের নড়াচড়ায় ভূকম্পন অনূভূত হল নেপাল সহ উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায়। বৃহস্পতিবার রাত ৯টা ২ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়েছে। দার্জিলিং, শিলিগুড়ি-জলপাইগুড়িতেও এ দিন রাতে মৃদু কম্পন টের পাওয়া গিয়েছে। ভূমিকম্প টের পেয়ে বাসিন্দাদের অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন।

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৪ ০২:২৫
Share: Save:

ভূস্তরের প্লেটের নড়াচড়ায় ভূকম্পন অনূভূত হল নেপাল সহ উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায়। বৃহস্পতিবার রাত ৯টা ২ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়েছে। দার্জিলিং, শিলিগুড়ি-জলপাইগুড়িতেও এ দিন রাতে মৃদু কম্পন টের পাওয়া গিয়েছে। ভূমিকম্প টের পেয়ে বাসিন্দাদের অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। কেন্দ্রীয় আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, ভূমিকম্পের উত্‌সস্থল ছিল পূর্ব নেপালের রামেছাট এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.২। আবহাওয়া দফতর জানিয়েছে, কম্পনের তীব্রতা অনুযায়ী এ দিন রাতে মাঝারি ধরনের ভূমিকম্প হয়েছে। যদিও রাত পর্যন্ত কোনও এলাকা থেকেই তেমন ক্ষয়ভতির খবর পাওয়া যায়নি।

নেপাল এবং উত্তরবঙ্গে কম্পন টের পাওয়া গেলেও, সিকিমের বাসিন্দারা অবশ্য ভূমিকম্প টের পাননি বলে জানিয়েছেন। কেন্দ্রীয় আবহাওয়া দফতরের সিকিমের আধিকারিক গোপীনাথ রাহা বলেন, “পূর্ব নেপালের রামেছাট ছিল ভূকম্পনের উত্‌সস্থল। অন্তত ৪ সেকেন্ড কম্পন স্থায়ী হয়। উত্তরবঙ্গে অবশ্য আরও কম মাত্রায় কম্পন অনুভূত হয়েছে। ক্ষয়ক্ষতির খবর এখনও এসে পৌঁছয়নি।

এ দিন ভূমিকম্প টের পেয়ে শিলিগুড়ি-জলপাইগুড়ির বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ায়। জলপাইগুড়ির উকিলপাড়া, নতুনপাড়া, শান্তিপাড়ায় মহিলাদের উলু, শাখ বাজাতে শোনা গিয়েছে। ২০১১ সালের সেপ্টেম্বর মাসে ভূমিকম্পের স্মৃতি উসকে উঠেছিল অনেকের মনে। দুই শহরেই রাস্তায় থাকা বাসিন্দাদের একাংশের ছুটোছুটি করতেও দেখা গিয়েছে। দার্জিলিঙেও কম্পন টের পাওয়া গিয়েছে। তবে দার্জিলিং সদর মহকুমা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, ক্ষয়ক্ষতির কোনও খবর তাদের কাছে নেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

siliguri tremor darjeeling
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE