Advertisement
২১ মে ২০২৪

৬ নম্বর ওয়ার্ডে লড়তে পারেন অশোক

দলীয় স্তরে আর কোনও বদল না হলে এবার ভোটে শিলিগুড়ি পুরসভার ৬ নম্বর ওয়ার্ড থেকেই প্রার্থী হচ্ছেন সিপিএম নেতা তথা রাজ্যের প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য।

কৌশিক চৌধুরী
শিলিগুড়ি শেষ আপডেট: ১২ মার্চ ২০১৫ ০২:২৬
Share: Save:

দলীয় স্তরে আর কোনও বদল না হলে এবার ভোটে শিলিগুড়ি পুরসভার ৬ নম্বর ওয়ার্ড থেকেই প্রার্থী হচ্ছেন সিপিএম নেতা তথা রাজ্যের প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য।

দলীয় সূত্রের খবর, পুরসভা ভোটে অশোকবাবুর লড়াইয়ের ঘোষণার পরেই দলের তরফে ওয়ার্ড বাছাই শুরু করে দেন জেলা সিপিএম নেতারা। প্রাথমিক ভাবে ৬, ১৬ এবং ১৮ নম্বর ওয়ার্ড প্রাক্তন পুরমন্ত্রীর জন্য বাছাই করা হয়। শেষ অবধি এলাকার সংগঠন, ভোটের হিসাব দেখে ছয় নম্বর ওয়ার্ডটিই অশোকবাবুর জন্য আপাতত ঠিক করা হয়েছে। কলকাতায় সিপিএমের রাজ্য সম্মেলন চলছে। সেখানেও বিষয়টি নিয়ে দলের নেতারা আলোচনার পর ওই ওয়ার্ডটি বাছাই করেছেন। দ্বিতীয় পছন্দ হিসাবে রাখা হয়েছে ১৮ নম্বর ওয়ার্ড।

আগামী ১৫ মার্চের আশেপাশেই দার্জিলিং জেলা বামফ্রন্ট শিলিগুড়ি পুরসভার প্রার্থী তালিকা ঘোষণা করবে। ইতিমধ্যে অবশ্য ছয় নম্বর ওয়ার্ডে দলের তরফে প্রচারের কাজ শুরু হয়ে গিয়েছে। প্রার্থীর নাম ছাড়া দেওয়াল লিখন ছাড়াও দলীয় ঘরোয়া বৈঠক চলছে। এই প্রসঙ্গে সিপিএম নেতা অশোকবাবুর বক্তব্য, “বিভিন্ন ওয়ার্ড থেকেই লড়াই করার প্রস্তাব রয়েছে। ৬ নম্বর ওয়ার্ডও তার মধ্যে রয়েছে। পার্টি কর্মীরা ছাড়াও সাধারণ অনেক বাসিন্দাও টেলিফোন করছেন। দলের মধ্যে আলোচনা চলছে। শীঘ্রই প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।”

অশোকবাবু দার্জিলিং জেলা বামফ্রন্টের আহ্বায়কও। ফ্রন্ট সূত্রের খবর, সম্প্রতি বামফ্রন্টের বৈঠকে ঠিক হয়েছিল, এবারে শিলিগুড়ি পুরসভা প্রার্থী নিয়ে ফ্রন্টগতভাবে আলোচনা হবে। দলগতভাবে প্রার্থী ঠিক করার পর প্রত্যেক প্রার্থী ধরে ধরে আলোচনা করা হবে। যা এর আগে সাধারণ গত না। শরিকেরা সবাই নিজেদের মত প্রার্থী ঠিক করে একযোগে তা ঘোষণা করে দিতেন মাত্র। আজ, বৃহস্পতিবার অশোকবাবুরা কলকাতা থেকে রাজ্য সম্মেলন সেরে ফিরবেন। তার পরে ফ্রন্টের বৈঠকে অশোকবাবুর ওয়ার্ড ছাড়াও অন্য ওয়ার্ডগুলি নিয়ে চূড়ান্ত আলোচনা হবে।

সিপিএম নেতাদের বক্তব্য, ৬ নম্বর ওয়ার্ডটি বরাবর শহরের লাল দুর্গ হিসাবেই চিহ্নিত। হিলকার্ট রোডের সিপিএমের জেলা দফতর অনিল বিশ্বাস ভবনের উল্টো দিকের এলাকাটাই পুরসভার ছয় নম্বর ওয়ার্ড। মূলত বস্তি, মধ্যবিত্ত এলাকার ওয়ার্ডটির বাসিন্দাদের একটি বড় অংশ সংখ্যালঘু অধ্যুষিত। পরিবর্তনের পরেও এখনও সিপিএমের শক্তপোক্ত সংগঠন রয়েছে। শহরের পুরানো ব্যবসায়ীদের একটি অংশ এই ওয়ার্ডের বাসিন্দা। এলাকার লোকজনের সঙ্গে অশোকবাবুর দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। সেই দিকটি চিন্তাভাবনা করেই এই ওয়ার্ডটিই বাছাই করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

siliguri kaushuk chaudhuri municipal vote
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE