লোকসানে ধুঁকছে তারা। ঘুরে দাঁড়াতে তাই এ বার লাভজনক রুট বেছে নিচ্ছে এয়ার ইন্ডিয়া। যে-সব রুটে উড়ান চালালে প্রচুর যাত্রী পাওয়া যাবে, সেগুলোতেই নজর তাদের।
যেমন কলকাতা-ব্যাঙ্কক রুট। ওই পথে উড়ান চালু হয়েছে ষষ্ঠী থেকে। ব্যবহার করা হচ্ছে আধুনিক এয়ারবাস ৩২০ নিও বিমান। এয়ার ইন্ডিয়ার বক্তব্য, এ বারের দুর্গাপুজোয় বাঙালিকে এটাই তাদের উপহার। এ বার থেকে সপ্তাহে তিন দিন ওই রুটে উড়ান চালাবে তারা।
এর আগেও এক বার ব্যাঙ্ককে উড়ান চালিয়েছে ওই সংস্থা। তবে তখন তাদের নাম ছিল ইন্ডিয়ান এয়ারলাইন্স। কিন্তু পরে সেই উড়ান তুলে নেওয়া হয়। এখন কলকাতা থেকে বেশ কয়েকটি উড়ান সংস্থা ব্যাঙ্ককে নিয়মিত উড়ান চালাচ্ছে এবং বেশ ভাল যাত্রী পাচ্ছে তারা। এই পুজোয় ব্যাঙ্কক ছাড়াও কলকাতা থেকে জয়পুরে উড়ান চালু করেছে এয়ার ইন্ডিয়া। এর আগে এই রুটে তাদের সরাসরি উড়ান ছিল না।
আরও পড়ুন: লাইনে দাঁড়িয়েই রাবণ পোড়ানো দেখছিল জনতা, পিষে দিল ট্রেন, অমৃতসরে মৃত অন্তত ৬০
পুজো উপলক্ষে অন্য বছরের মতো এ বারেও বাঙালি খাবার পরিবেশন করেছে এয়ার ইন্ডিয়া। ভূরিভোজের সেই তালিকায় ছিল গন্ধরাজ লেবু দেওয়া ঘোল, পোলাও, মুরগি, মাছের কোর্মা, ছানার কালিয়া, দই, রাজভোগ।
আরও পড়ুন: চার কিমি যেতে ২৪০ টাকা, পুজোর সুযোগে যথেচ্ছ ফায়দা তুলল অ্যাপ ক্যাব
এয়ার ইন্ডিয়া জানিয়েছে, সপ্তমী থেকে নবমী— পুজোর এই তিন দিন কলকাতা থেকে সংস্থার সব আন্তর্জাতিক উড়ানে এবং দিল্লি-মুম্বইয়ের মতো প্রধান মেট্রো শহরগুলির বেশির ভাগ উড়ানে এই খাবার পরিবেশন করা হয়েছে।