দিল্লি-কলকাতার পরে হাওড়া দেখাল, অসাড়তায় তারাও কম যায় না!
হাওড়ার গোলাবাড়িতে বৃহস্পতিবার ভোরে লরির ধাক্কায় রাস্তার পাশে পড়ে গিয়ে যন্ত্রণায় কাতরাচ্ছিলেন এক প্রৌঢ়। মাথা ফেটে সমানে রক্তক্ষরণ হচ্ছিল। কিন্তু পথচলতি মানুষজন বেশ কিছু ক্ষণ তাঁর দিকে ভ্রুক্ষেপই করেনি। ঢিল ছোড়া দূরত্বে থানা। তবু পুলিশের
কাছে খবর পৌঁছতে লেগে গেল অনেকটা সময়। শেষ পর্যন্ত পুলিশই তাঁকে হাসপাতালে নিয়ে যায়। বিকেলে মারা যান ধীরেন নায়েক নামে ওই প্রৌঢ়। তাঁর বাড়ি মালিপাঁচঘড়া থানা এলাকায়।
কিছু দিন আগেই দিল্লির রাস্তায় দীর্ঘ ক্ষণ পড়ে থেকে মারা যান এ রাজ্যের এক বাসিন্দা। রাজধানী তাঁর দিকে ঘুরেও দেখেনি। হৃদয়হীনতার অভিযোগ উঠেছিল দিল্লির বিরুদ্ধে। পিছিয়ে নেই কলকাতাও! এ মাসেই জখম এক ব্যক্তি পড়ে ছিলেন দক্ষিণ কলকাতার পথে। শহরের মনোযোগ পাননি তিনি। তার পরেই হাওড়া।
পুলিশ জানায়, এ দিন জে এন মুখার্জি রোড ধরে সাইকেল চালিয়ে কারখানায় যাচ্ছিলেন ধীরেনবাবু। সিসিটিভি দেখাচ্ছে, পিছন থেকে একটি লরি তাঁকে ধাক্কা মারে। ছিটকে পড়ে মাথা ফেটে যায় তাঁর। লরিটি পালায়। ভিড় জমে গেলেও কেউ আহতকে হাসপাতালে নিয়ে যাননি। পুলিশ তাঁকে টি এস জায়সবাল হাসপাতালে নিয়ে যায়। পরে পাঠানো হয় কলকাতার মেডিক্যাল কলেজে। মৃত্যু হয় সেখানেই। চিকিৎসকদের বক্তব্য, মৃত্যু হয়েছে অতিরিক্ত রক্তক্ষরণে। লরিটির খোঁজ চলছে।