সমাজমাধ্যমে ভারতের প্রধানমন্ত্রীকে হেয় করে দেশবিরোধী পোস্ট ও নিজের প্রোফাইলে বাংলা দেশের জাতীয় পতাকা ব্যবহার করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার রাতে হুগলির তারকেশ্বরের ঘটনা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেলে তারকেশ্বর এলাকার বেশ কিছু মানুষ জমায়েত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সামসুদ্দিন মণ্ডল নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তাঁকে গ্রেফতারের দাবিতে থানার সামনে বিক্ষোভও দেখানো হয়। অভিযোগের ভিত্তিতেই সামসুদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। তাঁকে চন্দননগর মহকুমা আদালতে পেশ করা হয়েছিল। থানা সূত্রে খবর, ধৃতের বাড়ি তারকেশ্বরের বালিগুড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের নাজিরপুর এলাকায়।
আরও পড়ুন:
এই প্রসঙ্গে হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কৃষাণু রায় জানিয়েছেন, একটা অভিযোগ এসেছে। আমরা এক ব্যক্তিকে গ্রেফতার করেছি। সমাজমাধ্যমে তিনি কেন এই ধরনের পোস্ট করেছেন তা খতিয়ে দেখা হচ্ছে।