Advertisement
E-Paper

‘সশস্ত্র বিপ্লব চাই’! ‘রাত দখল’ কর্মসূচিতে যাদবপুরে বিতর্কিত গ্রাফিতি-কাণ্ডে গ্রেফতার এক

গত বছর ১৪ অগস্ট আরজি কর ঘটনার প্রতিবাদে পথে নেমেছিলেন হাজার মানুষ। শহরের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম— আন্দোলিত হয়েছিল। অভিযোগ, সেই রাতে যাদবপুরের ৮বি বাসস্ট্যান্ডে কাছের রাস্তায় অনেকেই গ্রাফিতি এঁকেছিলেন।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৫ ১২:১০
One person has been arrested allegation for a street graffiti was made with anti-national slogan in raat dakhal

এই গ্রাফিতি নিয়েই বিতর্কের সূত্রপাত। —ফাইল চিত্র।

আরজি কর আবহে ‘মেয়েদের রাত দখল’ কর্মসূচিতে দেশবিরোধী স্লোগান লেখার অভিযোগ উঠল কয়েক জনের বিরুদ্ধে। সেই ঘটনায় এ বার এক জনকে গ্রেফতার করল যাদবপুর থানার পুলিশ।

আরজি কর মেডিক্যাল কলেজের মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় তোলপাড় হয়েছিল বাংলা। শুধু রাজ্য নয়, রাজ্যের গণ্ডি পেরিয়ে আন্দোলনের আঁচ ছড়িয়ে পড়েছিল দেশের বিভিন্ন প্রান্তে। প্রতিবাদের অস্ত্র হিসাবে ‘রাত দখল’ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন মহিলারা। শুধু মহিলারা নন, পা মিলিয়েছিলেন পুরুষেরাও। নির্যাতিতার জন্য ‘বিচার’ চেয়ে পথে নেমেছিলেন অনেকেই। সকলের কণ্ঠেই ছিল প্রতিবাদের সুর। কেউ স্লোগান, কেউ নীরবে ব্যানার হাতে হেঁটেছিলেন। কারও কারও হাতে আবার মোমবাতি ছিল। কেউ কেউ আবার রাস্তায় এঁকেছেন বিভিন্ন প্রতিবাদী ছবি। কেউ কেউ রাস্তায় স্লোগান লেখেন, আঁকেন গ্রাফিতিও। অভিযোগ, সেই সময় দেশবিরোধী গ্রাফিতি আঁকা হয়েছিল রাস্তায়। তাতে লেখা ছিল, ‘সশস্ত্র বিপ্লব চাই’!

গত বছর ১৪ অগস্ট রাতে আরজি কর ঘটনার প্রতিবাদে পথে নেমেছিলেন হাজার মানুষ। শহরের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম— আন্দোলিত হয়েছিল। শহর ছাড়িয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে আন্দোলনের ঢেউ উঠেছিল। অভিযোগ, সেই রাতে যাদবপুরের ৮বি বাসস্ট্যান্ডে কাছের রাস্তায় অনেকেই গ্রাফিতি এঁকেছিলেন। সেখানে ‘সশস্ত্র বিপ্লব চাই’ লেখা গ্রাফিতি নিয়েই আপত্তি তোলা হয়। থানায় অভিযোগও দায়ের হয়। সেই ঘটনায় বুধবার এক জনকে গ্রেফতার করল পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম চয়ন সেন। ‘রাত দখল’ কর্মসূচিতে যাঁদের বিরুদ্ধে দেশবিরোধী স্লোগান লেখার অভিযোগ উঠেছিল, তাঁদের মধ্যেই রয়েছেন চয়ন।

RG Kar Protest RG Kar Rape and Murder Case Jadavpur 8B
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy