উত্তরবঙ্গে বিপর্যয়ের রাতে যে হোমস্টে-তে ছিলেন হিমাদ্রি পুরকাইত, তার কাছাকাছি এলাকা থেকে একটি জামা উদ্ধার হয়েছে, যা হিমাদ্রির বলে মনে করছে তাঁর পরিবার। ঘটনার পরে পাঁচ দিন কেটে গেলেও খোঁজ মেলেনি ডায়মন্ড হারবারের দক্ষিণ কামারপোলের বাসিন্দা, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিমাদ্রির। পড়াশোনার পাশাপাশি কিছু হোমস্টে-র সঙ্গে কাজ করতেন তিনি। সেই সূত্রেই যান সুখিয়াপোখরি।
হিমাদ্রির খোঁজে বুধবার সুখিয়াপোখরি পৌঁছেছেন তাঁর পরিবারের সদস্য ও কয়েক জন বন্ধু। বৃহস্পতিবার বিপর্যস্ত হোমস্টে লাগোয়া এলাকায় হিমাদ্রির বলে মনে করে একটি জামা শনাক্ত করেন তাঁরা।
হিমাদ্রির দাদা প্রিয়ব্রত বলেন, ‘‘ভাইয়ের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। ভয়াবহ পরিস্থিতি। সব তছনছ হয়ে গিয়েছে। ভাইকে আদৌ খুঁজে পাওয়া যাবে কিনা, বুঝতে পারছি না। তবু আশা ছাড়িনি। যেখানে যেখানে ও ঘুরত, সব জায়গায় খোঁজ করছি।’’
পরিবার সূত্রের খবর, সুখিয়াপোখরি এলাকার মালটপুল বাজারের কাছে হোমস্টে-তে কাজ পেয়েছিলেন হিমাদ্রি। ২২ সেপ্টেম্বর বাড়ি থেকে বেরিয়েছিলেন। স্থানীয় অনেকের সঙ্গে হিমাদ্রির বন্ধুত্ব গড়ে উঠেছিল। দুর্যোগের রাতে তাঁকে শেষ বার তাঁবুতে দেখেছিলেন কয়েক জন। তাঁদেরই এক জন মণীশ রাই বলেন, ‘‘ওঁর সঙ্গে ক’দিনের আলাপ। কিন্তু আত্মীয়ের মতো মিশতেন। পরিবারের লোকজনকে দেখে কষ্ট হচ্ছে। তাড়াতাড়ি যেন ওঁর খোঁজ মেলে।’’
পুলিশ-প্রশাসন সূত্রের খবর, যে নদীর ধার থেকে হিমাদ্রি নিখোঁজ হয়েছেন বলে মনে করা হচ্ছে, সেখানে বুধবার দু’কিলোমিটার ভাটির দিকে খোঁজ চালিয়েছে পুলিশ এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)। এ দিন ড্রোন উড়িয়েও তল্লাশি চালানো হয়েছে বলে জানা গিয়েছে। তবে হিমাদ্রির হদিস এখনও মেলেনি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)