Advertisement
১১ মে ২০২৪
India-Bangladesh Border

Indo-Bangladesh Border: ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত এক ‘পাচারকারী’, আহত আরও এক

ভারত-বাংলাদেশ সীমান্তের মাথাভাঙ্গা এলাকায় পাচারকারীরা অনুপ্রবেশের চেষ্টা করেন বলে দাবি। সে সময় গুলির লড়াইয়ে এক ‘পাচারকারী’ নিহত হন।

নিজস্ব সংবাদদাতা
কোচবিহার শেষ আপডেট: ২৪ জুন ২০২২ ১৬:০০
Share: Save:

কোচবিহারের ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে নিহত হলেন এক সন্দেহভাজন পাচারকারী। আহত হয়েছেন আরও এক। অভিযোগ, পাচারের উদ্দেশ্যে সীমান্তের কাঁটাতার কেটে এ দেশে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন জনা পনেরো। তাঁদের রুখতে গেলে বিএসএফ জওয়ানকে লক্ষ্য করে গুলি চালায় ওই দলটি। পাল্টা গুলির চালালে বিএসএফের গুলিতে নিহত হন এক জন।

এখনও পর্যন্ত এই ঘটনা নিয়ে বিএসএফ অথবা জেলা পুলিশের তরফ থেকে সরকারি ভাবে কিছু জানানো হয়নি। তবে স্থানীয়দেরা দাবি, গুলির লড়াইয়ে একরামুল মিয়াঁ (২৪) নামে শীতলকুচি ছোট মধুসূদন এলাকার এক যুবক নিহত হয়েছেন।

বিএসএফ সূত্রে দাবি, ভারত-বাংলাদেশ সীমান্তের মাথাভাঙ্গা ১ নম্বর ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের নলঙ্গিবাড়ি এলাকায় পাচারকারীরা অনুপ্রবেশের চেষ্টা করেন। অভিযোগ, সীমান্তের কাঁটাতার কেটে এ দেশে অনুপ্রবেশের সময় দায়িত্বে থাকা বিএসএফ জওয়ান বাধা দেন। পাচারকারীরা সেই জওয়ানের উপর হামলা চালায় বলেও অভিযোগ। প্রাণে বাঁচতে ওই জওয়ান প্রথমে শূন্যে গুলি চালান বলে দাবি। পরে আবারও গুলি করলে তাতে এক জন পাচারকারী নিহত হন। আর এক জন পাচারকারীকে জখম অবস্থায় মাথাভাঙা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

India-Bangladesh Border border Mathabhanga
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE