Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২৭ নভেম্বর ২০২১ ই-পেপার

Alipore: আলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত ২ আইনজীবী ও ১ কর্মী

নিজস্ব সংবাদদাতা
কলকাতা ২৯ জুলাই ২০২১ ১৭:৩৫
জলমগ্ন আলিপুর।

জলমগ্ন আলিপুর।

কলকাতা শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত তিন ব্যক্তি। আলিপুর আদালত চত্বরে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন দুই আইনজীবী-সহ এক কর্মী। ওই তিন ব্যক্তি সিএমআরআই হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।
ওই দুই আইনজীবীর পরিচয় জানা গিয়েছে। একজনের নাম সুপ্রতিম বারিক। অন্য জনের নাম অরদ্বীপ মুখোপাধ্যায়। নিম্নচাপের কারণে বৃহস্পতিবার দিনভর বৃষ্টির জেরে শহরের বিভিন্ন জায়গায় জল জমে গিয়েছে। প্রবল বর্ষায় জলমগ্ন আলিপুর আদালত চত্বর। দুপুর আড়াইটে নাগাদ ওই দুই বন্ধু আইনজীবী বাইরে বেরিয়েছিলেন। জলের উপর দিয়ে হাঁটতে গিয়ে তড়িদাহত হন তাঁরা।

Advertisement

বৃহস্পতিবার সারাদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে কলকাতা-সহ প্রায় গোটা দক্ষিণবঙ্গেই, পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। আগামী ২ থেকে ৩ ঘণ্টা কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। আগামী ২৪ ঘণ্টাও বৃষ্টি হবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।

আরও পড়ুন

Advertisement