কলকাতা থেকে আন্তর্জাতিক বিমানের সংখ্যা বাড়ানোর দাবিতে একমত রাজ্যের শাসক ও বিরোধীরা। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের এই প্রস্তাবে সমর্থন জানিয়ে এই ব্যাপারে সরকার পক্ষের সঙ্গে কেন্দ্রীয় সরকারের কাছে যৌথ দরবারে আপত্তি নেই বলে জানিয়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বিধানসভায় বৃহস্পতিবার এই সংক্রান্ত প্রস্তাব এনে চন্দ্রিমা বলেন, ‘‘কলকাতা থেকে ইউরোপের বিভিন্ন দেশ এবং আমেরিকার বিভিন্ন শহরে সরাসরি বিমান পরিষেবা নেই। আগে কলকাতা থেকে সরাসরি আন্তর্জাতিক উড়ান ছিল। সেই পরিষেবা আবার চালু করা দরকার।’’ বিতর্কে অংশ নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু বলেন, ‘‘আন্তর্জাতিক বিমান চালানোর জন্য যে অনুমতি প্রয়োজন, তা কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে রাজ্য সরকারকে দিয়ে রেখেছে। তবে এই বিষয়ে রাজ্যের দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় অসামরিক প্রতিরক্ষা মন্ত্রকের কাছে কোনও প্রতিনিধিদল গেলে তাতে বিজেপির প্রতিনিধিরা যোগ দিতে পারেন।’’
এই সূত্রেই রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনার বিষয়টিও সামনে এনেছেন মন্ত্রী চন্দ্রিমা। তিনি বলেন, ‘‘কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে আমরা একসঙ্গে আবেদন জানাতেই পারি। সে ক্ষেত্রে তাঁরা সহমত হননি। রাজ্যের মঙ্গলের এই সব বিষয় নিয়ে রাজনৈতিক বিরোধিতা থাকা উচিত নয়। আন্তর্জাতিক উড়ানের ব্যাপারে যে ওঁরা একমত হয়েছেন, তা ভাল।’’
সভার বাইরে শুভেন্দু বলেন, ‘‘আমরা বাংলার দু’কোটি ২৮ লক্ষ ভোট পেয়ে বিধানসভায় রাজ্যের মানুষের কথা বলতে এসেছি। সরকার পক্ষ থেকে রাজ্যের উন্নয়নের জন্য সহযোগিতা চাওয়া হলে আমরা সব রকম সাহায্য করতে প্রস্তুত।’’ শুভেন্দুর বক্তব্য, ‘‘বাংলা ভাগ নিয়ে রাজ্য সরকারের প্রস্তাবে আমাদের সংশোধনী গ্রহণ করায় আমরা সমর্থন করেছিলাম। এ ক্ষেত্রেও আমাদের আপত্তি নেই।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)