Advertisement
১৬ মে ২০২৪
Partha Chatterjee

বিজেপিকে খোঁচা পার্থের

এ দিনই দলের নবনির্বাচিত রাজ্য কমিটির প্রথম সভায় বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নড্ডা তৃণমূলের সমালোচনা করেন।

পার্থ চট্টোপাধ্যায়।—ফাইল চিত্র।

পার্থ চট্টোপাধ্যায়।—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২০ ০৪:০০
Share: Save:

বিজেপির বিরুদ্ধে সংবিধান ধ্বংসের অভিযোগ করল তৃণমূল। বৃহস্পতিবার দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‘যাঁরা রাজ্যে গণতন্ত্র নিয়ে কথা বলছেন, তাঁরাই সারা দেশে সংবিধান ধ্বংস করছেন। মানুষের অধিকার কেড়ে নিচ্ছেন।’’ বিজেপির বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ করে তাঁর বক্তব্য, একের পর এক রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রির পরে আত্মনির্ভর ভারতের স্লোগান হাস্যকর।

এ দিনই দলের নবনির্বাচিত রাজ্য কমিটির প্রথম সভায় বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নড্ডা তৃণমূলের সমালোচনা করেন। রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি থেকে সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগ করে রাজ্যে নির্বাচনী প্রচারের বিষয়ই স্পষ্ট করেছেন তিনি। রাজ্যকে ‘গরিব বিরোধী’ বলেছেন নড্ডা। জবাবে পার্থবাবু বলেন, ‘‘গরিব বিরোধী কারা? যাঁরা এ সব বলছেন তাঁরাই জাতীয় সম্পত্তি বিক্রি করে দিচ্ছেন। রেল, ভেল, বিএসএনএলের মতো সংস্থাগুলি বিক্রি করা হচ্ছে, কর্মী সঙ্কোচন করা হচ্ছে। মানুষকে সঞ্চিত পিএফ থেকে বঞ্চিত করা হচ্ছে।’’

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পাঁচিল তোলা নিয়ে অশান্তির উল্লেখ করে রাজ্য ও তৃণমূলের বিরুদ্ধে ‘গুণ্ডামি’র অভিযোগ করেন নড্ডা। পার্থবাবু বলেন, ‘‘বিজেপির রবীন্দ্রভক্তি ও বিশ্বভারতী-ভক্তি মেকি। বাংলা ভাষার প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা থাকলে তারা ধ্রুপদী ভাষার মর্যাদা দিতে অস্বীকার করা হত না।’’ তাঁর দাবি, বিশ্বভারতীতে হিংসা নিয়ে এসেছে বিজেপি। আগে এ সব হয়নি।

আগামী বিধানসভায় বিজেপি সরকার গড়বে বলে মন্তব্য করেন নড্ডা। পার্থবাবু বলেন, ‘‘কারও ইচ্ছায় সরকার বদল হয় না। মানুষ নিজের অভিজ্ঞতায় সরকার বেছে নেয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Partha Chatterjee BJP TMC JP Nadda
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE