বসন্ত উৎসব নিয়ে জেলা প্রশাসন বৈঠক করলেন বৃহস্পতিবার। কিন্তু, সেখানে দেখা গেল না বিশ্বভারতীরই কোনও আধিকারিককে!
রাজ্য সরকার যদি প্রশাসনিক সহযোগিতা করে, তাহলে দোলের দিনই বসন্ত উৎসব তাঁরা করবেন বলে জানিয়েছিলেন বিশ্বভারতী কর্তৃপক্ষ।
মঙ্গলবার বোলপুরে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন, ‘‘প্রতি বছর যেখানে বসন্ত উৎসব বিশ্বভারতী আয়োজন করে, সেখানে এ বছর আচমকা কেন সাহায্য এবং নিরাপত্তার প্রশ্ন তোলা হচ্ছে? প্রশাসন তো প্রতি বছরই বিশ্বভারতীকে এই উৎসব আয়োজনে সহযোগিতা করে।’’ একই সঙ্গে তিনি জানান, বিশ্বভারতীর উপাচার্যকে তিনি বলেছেন, যে রকম ভাবে বসন্ত উৎসব দীর্ঘদিন ধরে চলে আসছে, সেরকম ভাবেই করতে। স্থানীয় স্তরে প্রশাসনিক যা সাহায্য লাগবে, তা করা হবে।