রাজ্যে মশাবাহিত রোগ যাতে না-ছড়ায়, সেই জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করার আর্জি জানিয়ে মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। সেখানে প্রদেশ সভাপতি জানিয়েছেন, গত ২০ দিনে ডেঙ্গি, ম্যালেরিয়া-সহ মশাবাহিত বিভিন্ন রোগে ১৫০০-রও বেশি মানুষ আক্রান্ত। কলকাতা পুরসভার ১১টি ওয়ার্ডের বিভিন্ন এলাকা ম্যালেরিয়া-প্রবণ। শুভঙ্করের অভিযোগ, “পুরসভা অবৈধ প্লাস্টিকের ব্যবহার বন্ধে এখনও কোনও পদক্ষেপ করেনি।” এই সূত্র ধরেই নজরদারি, মশানিধন অভিযান, জনসেচতনতা, বিভিন্ন দফতরের মধ্যে সমন্বয়ে জোর, প্লাস্টিক নিষিদ্ধ করার মতো বিভিন্ন দাবি তুলেছেন প্রদেশ সভাপতি। পাশাপাশি, মশানিধন অভিযানে স্থানীয় ক্লাব, স্বেচ্ছাসেবী সংস্থা, আবাসিক কল্যাণ সমিতিগুলিকে সঙ্গে নেওয়ার দাবিও জানিয়েছেন তিনি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)