Advertisement
০৫ মে ২০২৪
State news

আকাশের মুখ ভার থাকবে আরও ২৪ ঘণ্টা, চলতে পারে ঝিরঝিরে বৃষ্টি

আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মেঘ না কাটা পর্যন্ত ঠাণ্ডাও তেমন পড়বে না বলে শুক্রবার জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০১৭ ১১:৩৭
Share: Save:

২৪ ঘণ্টা আগেও ছিল রৌদ্রজ্জ্বল আবহাওয়া। ছিল শীত বিদায়ের ইঙ্গিত। আর ঠিক তার পর দিনই সকাল থেকে আবহাওয়া পুরোপুরি বদলে গেল। ঘুম থেকে উঠে আকাশ দেখে মনে হচ্ছিল, যেন বর্ষা কেটে শীত পড়ছে। সকাল থেকেই আকাশের মুখ ভার। ঝিরঝির বৃষ্টি আর সঙ্গে শীত শীত ভাব। কিন্তু জানুয়ারির শেষে এসে যখন জাঁকিয়ে ঠান্ডা পড়ার কথা সে সময় এমন আবহাওয়া কেন?

আবহবিদেরা জানাচ্ছেন, পশ্চিমী ঝঞ্ঝার কারণে এমনটা হয়েছে। রাজ্যের উপরে তৈরি হওয়া পশ্চিমী ঝঞ্ঝার ফলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আচমকাই অনেকটা বেড়ে গিয়েছে। শীতের মরসুম হওয়ায় ঠান্ডা বায়ুর সংস্পর্শে এসে জলীয় বাষ্প খুব দ্রুত মেঘ তৈরি করেছে। তৈরি হওয়া এই পশ্চিমী ঝঞ্ঝার ফলে উত্তরের দিক থেকে ঠান্ডা বায়ু রাজ্যে প্রবেশ করতে পারছে না। ফলে তাপমাত্রা অনেকটা বেড়ে গিয়ে শীত কমে গিয়েছে। বাতাস ক্রমশ ভারি হয়ে গিয়ে সকাল থেকেই রাজ্যের নানা অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। আগামী ২৪ ঘণ্টাতেও পরিস্থিতি বদলানোর সম্ভাবনা নেই। মেঘ না কাটা পর্যন্ত ঠান্ডাও তেমন পড়বে না বলে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

কবে এই পশ্চিমী ঝঞ্ঝা কাটবে বা তার পরে ফের শীত পড়বে কি না তা এখনও জানাতে পারছেন না আবহাওয়া দফতর।

আরও পড়ুন: কচুরির দোকান থেকে গরম তেল ‘ছোড়া’ হল প্রাতর্ভ্রমণকারীদের গায়ে!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

winter weather
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE