Advertisement
১৮ মে ২০২৪

সবং থানাতেও গেলেন না সিপি কর্মীরা

ছাত্র পরিষদ (সিপি) কর্মীদের আর্জি মেনেই নোটিস পাঠিয়েছিল পুলিশ। সবং সজনীকান্ত মহাবিদ্যালয়ে সিপি পরিচারিত ছাত্র সংসদের সাধারণ সম্পাদক সৌমেন গঙ্গোপাধ্যায়, সিপি-র কলেজ শাখার সভাপতি শ্যামল ওঝা-সহ ১৪ জনকে বুধবার রাতে নোটিস পাঠিয়ে বৃহস্পতিবার বেলা ১১টায় সবং থানাতেই জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল।

নিজস্ব সংবাদদাতা
খড়্গপুর শেষ আপডেট: ২৮ অগস্ট ২০১৫ ০০:২৮
Share: Save:

ছাত্র পরিষদ (সিপি) কর্মীদের আর্জি মেনেই নোটিস পাঠিয়েছিল পুলিশ। সবং সজনীকান্ত মহাবিদ্যালয়ে সিপি পরিচারিত ছাত্র সংসদের সাধারণ সম্পাদক সৌমেন গঙ্গোপাধ্যায়, সিপি-র কলেজ শাখার সভাপতি শ্যামল ওঝা-সহ ১৪ জনকে বুধবার রাতে নোটিস পাঠিয়ে বৃহস্পতিবার বেলা ১১টায় সবং থানাতেই জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। কিন্তু রাত পর্যন্ত কেউই আসেননি।

গত ২৪ অগস্ট ১৫ জন সিপি কর্মীকে মেদিনীপুর কোতোয়ালি থানায় ডেকে পাঠানো হয়েছিল। তখনই তদন্তকারী অফিসারকে চিঠি দিয়ে সিপি-র তরফে জানানো হয়েছিল, কোতোয়ালি থানার বদলে সবং থানা বা সংশ্লিষ্ট ব্যক্তির বাড়িতে এসে জেরা জেরা করা হোক। সেই মতো এ বার তাঁদের সবং থানায় ডাকা হলেও কেউ না আসায় প্রশ্ন উঠছে। তবে এর আগের তলবে বাকিরা না গেলেও সবং কলেজের প্রথম বর্ষের ছাত্র সুদীপ পাত্র মেদিনীপুর কোতোয়ালি থানায় গিয়েছিলেন। এবং সেই রাতেই সুদীপকে গ্রেফতার করা হয়। তাহলে কি ভয়েই এ বার কেউ গলেন না? যাঁদের নোটিস পাঠানো হয়েছে, সেই সিপি কর্মীদের সঙ্গে এ দিন যোগাযোগ করা যায়নি। স্থানীয় সূত্রের খবর, তাঁরা এলাকাতেও নেই। সবং ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক আবু কালাম বক্স বলেন, “সবং থানায় এসে জেরার জন্য আমাদের ছাত্র সংগঠনের সদস্যরা পুলিশের কাছে দাবি করেছিল এটা ঠিক। কিন্তু নোটিস দিয়ে ডেকে পুলিশ জিজ্ঞাসাবাদের নামে এক ছাত্রকে থানায় বসিয়ে রেখে গ্রেফতার করায় বাকিরা আতঙ্কে ঘর ছেড়েছে।”

আজ, শুক্রবার বেলা আড়াইটেয় সবংয়ের তেমাথানি মোড়ে নিহত সিপি কর্মী কৃষ্ণপ্রসাদ জানার স্মরণে সভা করবে কংগ্রেস। আজ সিপি-র প্রতিষ্ঠা দিবস। সে জন্যই এই দিনে স্মরণসভার আয়োজন। সভায় উপস্থিত থাকার কথা বিধায়ক মানস ভুঁইয়া, প্রদেশ কংগ্রেস নেতা সোমেন মিত্র, আব্দুল মান্নান, বর্ষীয়ান বিধায়ক জ্ঞানসিংহ সোহনপালের। সভায় কৃষ্ণপ্রসাদ জানার খুনের প্রতিবাদ এবং সেই পুলিশি তদন্তের সমালোচনা করা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

CP suporter Police kharagpur
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE