ঠাকুরপুকুরে বাজারের ভিতরে বেপরোয়া ভাবে গাড়ি চালিয়ে এক প্রৌঢ়কে মেরে ফেলার ঘটনায় অভিযুক্ত চালক ভিক্টো ওরফে ছোট পর্দার পরিচালক সিদ্ধান্ত দাসের বিরুদ্ধে শীঘ্র চার্জশিট জমা দিতে চলেছে লালবাজার। প্রাথমিক ভাবে ঠিক আছে, চলতি মাসেই ওই অভিযুক্তের বিরুদ্ধে খুনের ধারায় আদালতে চার্জশিট জমা দেওয়া হবে। ঘটনার সময়ে গাড়িতে তিন জন থাকলেও চালকের বিরুদ্ধেই চার্জশিট দিতে পারেন তদন্তকারীরা। কারণ, প্রাথমিক ভাবে তদন্তকারীরা মনে করছেন, ঘটনার পিছনে চালক ছাড়া আর কারও ভূমিকা নেই। ইতিমধ্যে ওই সহযাত্রীদের বয়ান নথিভুক্ত করেছেন তদন্তকারীরা।
৬ এপ্রিল ঠাকুরপুকুরের বাজারে বেপরোয়া ভাবে একটি গাড়ি ঢুকে পড়ে। তার ধাক্কায় মৃত্যু হয় আমিনুর রহমান নামে এক ব্যক্তির। জখম হন ন’জন। ঠাকুরপুকুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভিক্টোকে গ্রেফতার করে। প্রথমে পুলিশ অনিচ্ছাকৃত ভাবে মৃত্যু ঘটানোর মামলা দায়ের করেছিল। ট্র্যাফিক পুলিশের ফেটাল স্কোয়াড তদন্ত করলেও পরে তা তুলে দেওয়া হয় লালবাজারের গোয়েন্দা বিভাগের হোমিসাইড শাখার হাতে। এর পরেই অভিযুক্তের বিরুদ্ধে খুনের ধারা যুক্ত করে লালবাজার। বর্তমানে জেল হেফাজতে আছে ধৃত।
তদন্তে পুলিশ জানতে পেরেছে, অভিযুক্তের রক্তে অ্যালকোহলের পরিমাণ ছিল স্বাভাবিক মাত্রার কয়েক গুণ বেশি। ধৃতের ওই এলাকায় যাতায়াত ছিল। ফলে সে জানত, রবিবার ওই বাজার এলাকায় ভিড় কেমন থাকে। তা সত্ত্বেও সে গাড়ির গতি কমায়নি।
তদন্তকারীরা ওই ঘটনায় ন’জন আহত ও প্রায় ১৪ জন প্রত্যক্ষদর্শীর বয়ান নথিভুক্ত করেছেন। সূত্রের দাবি, সকলের বয়ানেই চালকের বেপরোয়া ভাবে গাড়ি চালানো ও ধাক্কা মারার পরেও গাড়ি না থামানোর কথা রয়েছে। মনে করা হচ্ছে, ওই মামলার চার্জশিটে প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য ও বয়ান গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)