তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।
জনসংযোগ যাত্রায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়ল তৃণমূল কংগ্রেসের জমি আন্দোলনের ভিত্তিভূমি সিঙ্গুরে। সোমবার সন্ধ্যায় সেখানে পদযাত্রায় অংশ নেন অভিষেক। ‘চোর- ডাকাতদের যুবরাজ নট ওয়েলকাম’ লেখা ওই পোস্টার নিয়ে অস্বস্তি কাটাতে স্থানীয় পঞ্চায়েত প্রধান তথা তৃণমূল নেতা শামিম আহমেদ বলেন, ‘‘রাতের অন্ধকারে কে এই পোস্টার লাগিয়েছে পুলিশ তা দেখছে।’’
এ দিন অবশ্য জেলায় পর পর দু’টি রোড শো করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সিঙ্গুরে রোড শো’র পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের প্রচারে একটি পথনাটিকা অনুষ্ঠিত হয়। তার আগে জনসংযোগ কর্মসূচি শুরু হয় জাঙ্গিপাড়ার সীতাপুর থেকে। অভিষেক ফুরফুরা শরিফে গিয়ে পিরজাদাদের সঙ্গে কথা বলেন। সঙ্গে ছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, বিধায়ক তথা ফুরফুরা উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তপন দাশগুপ্ত প্রমুখ। অভিষেক বলেন, ‘‘পিরসাহেব, পিরজাদাদের সঙ্গে কথা হয়েছে। পিরজাদা ত্বহা সিদ্দিকী বলেন, ‘‘রাজনীতি বা উন্নয়ন নিয়ে কথা হয়নি। শুভেচ্ছা বিনিময় হয়েছে।’’
অভিষেকের কর্মসূচিকে কটাক্ষ করে হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের মন্তব্য, ‘‘সাগরদিঘিতে হারের পরে মুসলিম ভোট ধরে রাখতে তৃণমূল আরও বেশি উদগ্রীব। সেই জন্যই ফুরফুরায় যাওয়া (অভিষেকের)। তবে, দুর্নীতির যে পাহাড় ওরা তৈরি করেছে, মানুষ ওদের উপর থেকে বিশ্বাস হারিয়েছে।’’
ত্বহা অবশ্য বলেন, ‘‘কাল তো অভিষেক তারকেশ্বরে যাবেন। তখন বিজেপি কী বলবে!’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy