Advertisement
E-Paper

আরজি কর-কাণ্ডের পর বাংলার বিধানসভায় পাশ হওয়া ‘অপরাজিতা বিল’ ফেরত পাঠালেন রাষ্ট্রপতি

আরজি কর-কাণ্ডের পর রাজ্যের আনা অপরাজিতা বিল নিয়ে প্রশ্ন তুলে রাজভবনে ফেরত পাঠিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এমনই খবর মিলল বিধানসভার একটি সূত্র মারফত।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ জুলাই ২০২৫ ১৯:০৩
President Draupadi Murmu sent Aparajita bill brought by West Bengal Govt after RG Kar inciden, back to Raj Bhavan, says sources

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

আরজি কর-কাণ্ডের পর রাজ্যের আনা অপরাজিতা বিল নিয়ে প্রশ্ন তুলে রাজভবনে ফেরত পাঠিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এমনই খবর মিলল বিধানসভার একটি সূত্র মারফত।

গত বছরের অগস্টে আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা নিয়ে উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২৮ অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে ঘোষণা করেছিলেন, বিধানসভার বিশেষ অধিবেশন ডেকে ধর্ষণ করে খুনের ঘটনা রুখতে কড়া আইন আনা হবে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বিশেষ অধিবেশন বসে বিধানসভায়। সেই অধিবেশনেই পাশ হয় ‘অপরাজিতা বিল ২০২৪’। তা অনুমোদনের জন্য পাঠানো হয়েছিল রাজভবনে। বিধানসভার সূত্রে খবর, বিলটি রাজ্যপাল সিভি আনন্দ বোস বিবেচনার জন্য রাষ্ট্রপতি ভবনে পাঠিয়েছিলেন। সম্প্রতি রাষ্ট্রপতি ভবন সেই বিল রাজভবনে ফেরত পাঠিয়েছে কিছু প্রশ্ন তুলে।

বিধানসভার এক আধিকারিক বলেন, ‘‘বিলটি এ বার রাজভবন থেকে আসবে বিধানসভার সচিবালয়ের কাছে। সচিবালয় থেকে বিলটি পাঠানো হবে নবান্নে। রাষ্ট্রপতি ভবন যে সব বিষয় নিয়ে রাজ‍্যপালের কাছে ব‍্যাখ‍্যা চেয়েছেন, সেই বিষয়ে রাজ‍্য সরকারের কাছে ব‍্যাখ‍্যা চাইবে রাজভবন।’’

এ প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “অপরাজিতা বিল রাজ্যকে ফেরত পাঠালো কেন্দ্র? ধর্ষণ, খুনে মৃত্যুদণ্ডকে অতিরিক্ত নিষ্ঠুর সাজা বলে চিহ্নিত করে আপত্তি করল তারা? রাজভবন সূত্রে খবর পেয়েছি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। এটা সত্য হলে তীব্র প্রতিবাদ থাকল। বিজেপির মানসিকতা কী, সেটা এ বার স্পষ্ট হল।”

চলতি বছরের শুরুতে তৃণমূলের প্রতিনিধিদল রাষ্ট্রপতি মুর্মুর সঙ্গে দেখা করে অপরাজিতা বিল দ্রুত পাশ করানোর আর্জি জানিয়েছিল। তৃণমূলের মহিলা সাংসদেরাও পরে আবার রাষ্ট্রপতির আমন্ত্রণে রাষ্ট্রপতি ভবনে প্রাতরাশের অনুষ্ঠানে গিয়ে একই দাবি জানিয়ে এসেছিলেন। সেই সময় তৃণমূল সূত্রে খবর মিলেছিল, রাষ্ট্রপতি তাঁদের আশ্বস্ত করে জানান, তিনি দেখছেন কী ভাবে কী করা যায়।

R G kar Incident Draupadi Murmu CM Mamata Banerjee
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy