উন্নাও, হাথরস থেকে আর জি কর-কাণ্ড, কালীগঞ্জে বোমার আঘাতে বালিকা খুন— এমন নানা ঘটনার বিচারের দাবিতে আরএসপি-র মহিলা সংগঠন নিখিলবঙ্গ মহিলা সঙ্ঘের ডাকে বুধবার প্রতিবাদসভা হল মহাবোধি সোসাইটি হলে। তার আগে সংগঠনের ডাকে ‘বিচারহীনতা’র বিরুদ্ধে শিয়ালদহ থেকে মহাবোধি সোসাইটি পর্যন্ত প্রতিবাদ মিছিলও হয়েছে। সেখান থেকে স্লোগান তোলা হয়, ‘রাষ্ট্র কেন ধর্ষক পোষে? রাষ্ট্রকেই জবাব দিতে হবে।’ সভায় বক্তৃতা করতে গিয়ে আর জি কর-কাণ্ডের প্রেক্ষিতে আদালতের ভূমিকা নিয়েও হতাশা প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়। তিনি বলেছেন, “আমি হতাশ। এই বিষয়ে সুপ্রিম কোর্টের ভূমিকা আশাব্যঞ্জক নয়। তবে আন্দোলনটা এখন আর শুধু কলকাতাতেই সীমাবদ্ধ নেই, গ্রামেগঞ্জেও ছড়িয়ে পড়েছে।” সভা থেকে অভয়া মঞ্চের আহ্বায়ক পুণ্যব্রত গুণ, সংগঠনের রাজ্য সম্পাদকা সর্বাণী ভট্টাচার্যেরা রাজ্য, কেন্দ্রীয় সরকার এবং সিবিআইয়ের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন। এই সূত্র ধরেই সর্বাণীর প্রশ্ন, “বিজেপি নেতারা নবান্ন বন্ধের দিন ‘নবান্ন চলো’-র নাটক করলেন। কিন্তু নিহত ছাত্রীর বাবা-মা’কে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করানোর ব্যবস্থা করলেন না কেন?”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)