টাকাপয়সা নিয়ে বিবাদের জেরে সেলুন মালিক এক যুবককে খুনের অভিযোগ উঠেছে বীরভূমের পাইকরে। এক দিন নিখোঁজ থাকার পরে সোমবার দুপুরে পাড়ারই পুকুর পাড়ের ঝোপে মেলে ওই যুবকের মৃতদেহ। পাইকর থানার রুদ্রনগর গ্রামের ঘটনা। মৃত রানা ভুঁইমালির (২১) বাড়ি ওই গ্রামেরই পূর্বপাড়ায়।
রানার পরিবারের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত সুদীপ ভুঁইমালি ও বিষ্ণু হালদার একই গ্রামের বাসিন্দা। এ দিন রামপুরহাট আদালতে তাদের সাত দিনের পুুলিশি হেফাজত হয়। পুলিশ সূত্রে খবর, প্যান্টের দড়ি দিয়ে শ্বাসরোধ করে রানাকে খুন করা হয়েছে বলে মনে করা হচ্ছে। জেলা পুলিশ সুপার আমনদীপ বলেন, “পুরনো বিবাদের জেরেই এই খুন।”
রুদ্রনগরে পিরতলাপাড়ায় রানার সেলুন ছিল। অভিযোগ, মাস দেড়েক আগে দাড়ি কেটে পয়সা দেয়নি বিষ্ণু ও তার এক বন্ধু। দিন কয়েক পরে রানা পয়সা চাইতে গেলে তাঁকে মারধর ও সেলুনে ভাঙচুর করা হয়। রানা থানায় অভিযোগ করেন। পুলিশ উভয়পক্ষকে ডেকে মীমাংসা করে দেয়।
রানার মা দুলালি ভুঁইমালির অভিযোগ, পুলিশি মীমাংসার পরেও বিষ্ণু ও কয়েক জন তাঁর ছেলেকে মেরে ফেলার হুমকি দিত। তিনি বলেন, “ষষ্ঠীর দিন বাড়ি থেকে গেল। আর ফিরল না। পড়শিরা সুদীপের সঙ্গে আমার ছেলেকে দেখেছিল। ও সব জানে। পুলিশকে জানিয়েছিলাম।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)