Advertisement
E-Paper

বৃষ্টিতে টইটম্বুর দ্বারকেশ্বর, বাঁকুড়ায় মাঝসেতুতে জলবন্দি গাড়ি, খোঁজ নেই চালকের! তদন্তে পুলিশ

ঘূর্ণিঝড় মোন্থার জেরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে গত কয়েক দিন ধরে বাঁকুড়া জেলায় দফায় দফায় বৃষ্টি হচ্ছে। চলতি মরসুমে আবার দ্বারকেশ্বর নদের জলস্তরের উচ্চতা বৃদ্ধি পেয়েছে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৫ ১২:৩৪
Car

এ ভাবেই আটকে রয়েছে গাড়িটি। খোঁজচ মেলেনি চালকের। —নিজস্ব চিত্র।

টানা বৃষ্টিতে আবার ফুলেফেঁপে উঠেছে দ্বারকেশ্বর। জলে ডুবেছে কজ়ওয়ে। জলমগ্ন সেতু পারাপার করতে গিয়ে জলের তোড়ে আর এগোতেই পারলা না চারচাকার একটি গাড়়ি। অনেক চেষ্টার পরে গাড়ি নিয়ে এগোতে না পেরে দরজা খুলে বেরিয়ে গিয়েছেন চালক। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার মীনাপুর কজ়ওয়েতে। গাড়িটি এখনও পড়ে। মালিকের খোঁজ শুরু করেছে বাঁকুড়া সদর থানার পুলিশ।

ঘূর্ণিঝড় মোন্থার জেরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে গত কয়েক দিন ধরে বাঁকুড়া জেলায় দফায় দফায় বৃষ্টি হচ্ছে। চলতি মরসুমে আবার দ্বারকেশ্বর নদের জলস্তরের উচ্চতা বৃদ্ধি পেয়েছে। দ্বারকেশ্বরের উপর থাকা মীনাপুর কজ়ওয়ের উপর দিয়েও বইছে জল। এই অবস্থায় শনিবার রাতে কজ়ওয়ে পেরোতে গিয়েই বিপদের মুখে পড়েন এক গাড়িচালক। স্থানীয় সূত্রে খবর, কজ়ওয়ের উপর দিয়ে পারাপারের সময় মাঝসেতুতে জলের তোড়ে গাড়ির উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। গাড়িটি জলের স্রোতে ভেসে এক দিকে কাত হয়ে পড়ে। সেতুর একপাশে একটি খুঁটির গায়ে আটকে থাকে গাড়িটি। ওই অবস্থায় গাড়ি রেখে চালক নেমে চলে যান বলে মনে করা হচ্ছে।

রবিবার সকালে ওই ভাবে একটি গাড়ি আটকে রয়েছে দেখে বাঁকুড়া সদর থানায় খবর দেন স্থানীয়েরা। পুলিশ গাড়ির নম্বরপ্লেট দেখে মালিকের সন্ধান শুরু করেছে। তবে এখনও পর্যন্ত তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। অন্য দিকে, গাড়িটিতে শুধু চালক ছিলেন না কি আরও সওয়ারি ছিলেন, তা এখনও জানা যায়নি।

স্থানীয়েরা বলছেন, কজ়ওয়ে জলমগ্ন থাকায় তার উপর দিয়ে যানবাহন চলাচল বিপজ্জনক। এই পরিস্থিতিতে পুলিশ বা প্রশাসনের তরফে ওই কজ়ওয়েতে যাতায়াত নিষিদ্ধ করা হলে এমন বিপদ ঘটত না বলে দাবি তাঁদের।

Car bankura waterloged
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy