প্রয়াত ফরাক্কার প্রাক্তন বিধায়ক মইনুল হক। গত সেপ্টেম্বরে হৃদ্রোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। তার পরে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তৃণমূল নেতাকে। রবিবার ভোরে প্রয়াত হন মইনুল। তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর।
কংগ্রেসের হাত ধরে রাজনীতিতে এসেছিলেন মইনুল। ছাত্রনেতা হিসাবে রাজনৈতিক জীবন শুরু। ১৯৯৬ সালে প্রথম বার কংগ্রেসের টিকিটে ফরাক্কার বিধায়ক হয়েছিলেন মইনুল। হারিয়েছিলেন ওই কেন্দ্রের তৎকালীন সিপিএম বিধায়ক আবুল হাসনাৎ খানকে। তার পরে টানা পাঁচ বার ফরাক্কা বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হন। বিধানসভায় বরাবর ছিলেন বিরোধীদের আসনেই। কংগ্রেসে থাকার সময় এআইসিসি (সর্বভারতীয় কংগ্রেস কমিটি)-র সদস্য হন তিনি। দীর্ঘ দিন জম্মু ও কাশ্মীর রাজ্যে কংগ্রেসের পর্যবেক্ষক হয়ে কাজ করেছিলেন।
২০২১ সালের বিধানসভা নির্বাচনে ফরাক্কা কেন্দ্রে তৃণমূলের মনিরুল ইসলামের কাছে পরাজিত হন মইনুল। ওই বছরই তিনি কংগ্রেস ছেড়ে দেন। কংগ্রেসনেত্রী সনিয়া গান্ধীকে চিঠি দিয়ে তিনি দল ছাড়েন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় যোগদান করেন তৃণমূলে। তাঁকে রাজ্য তৃণমূলের সহ-সভাপতি করা হয়েছিল। রবিবার ভোরে প্রয়াত হলেন ফরাক্কার এই দাপুটে নেতা।