Advertisement
১৮ এপ্রিল ২০২৪
Birbhum

পাকা বাড়ির জন্য বিধায়কের পা ধরে আবেদন সিউড়ির দিনমজুরের, পাল্টা বার্তা বিধায়কেরও

বিধায়ক বিকাশ রায়চৌধুরী ওই ব্যক্তিকে পাকা বাড়ি করে দেওয়ার আশ্বাস দিয়েছেন। তবে এর মধ্যে ভিন্ন উদ্দেশ্য রয়েছে বলেই মত তাঁর।

বিধায়কের পায়ে ধরে ঘরের জন্য আবেদন।

বিধায়কের পায়ে ধরে ঘরের জন্য আবেদন। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
সিউড়ি শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২১ ২০:৩৮
Share: Save:

পাকা বাড়ি নেই। তা পেতে স্থানীয় বিধায়ককে কাছে পেয়ে তাঁর পায়ে ধরে আবেদন করলেন এক দিনমজুর। ঘটনাটি বীরভূমের সিউড়ির। সেখানকার বিধায়ক বিকাশ রায়চৌধুরী ওই ব্যক্তিকে পাকা বাড়ি করে দেওয়ার আশ্বাস দিয়েছেন। তবে এর মধ্যে ভিন্ন উদ্দেশ্য রয়েছে বলেই মত তাঁর।

সিউড়ি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে ‘দুয়ারে সরকার’ শিবির চলছিল। সেই শিবির পরিদর্শনে গিয়েছিলেন বিকাশ। সদলবলে যাওয়ার পথে বিকাশকে সামনে পেয়ে তাঁর পা জড়িয়ে ধরেন হরি মণ্ডল নামে এক ব্যক্তি। বিধায়কের পা ধরে তিনি বলতে থাকেন, ‘‘অনেক আবেদন করেও ঘর পাইনি। আজকে বললাম। আমাকে পাকা ঘর করে দিন।’’ জবাবে বিধায়ককে বলতে শোনা যায়, ‘‘ঘর হবে। কারও কোনও অসুবিধা হলে আমাকে বলবেন।’’ বিকাশের আশ্বাসে সন্তুষ্ট হন ওই ব্যক্তি।

হরি সিউড়ি পুরসভা এলাকারই বাসিন্দা। পেশায় তিনি দিনমজুর। তাঁর অভিযোগ, ‘‘আমরা ত্রিপল টাঙিয়ে ঝুপড়িতে থাকি। অনেকের তিন-চার তলা বাড়ি আছে, তারা পাচ্ছে। আমি কেন পাব না?’’ তিনি আরও বলেন, ‘‘আমি অভিযোগ করিনি। দাদার পায়ে ধরে নিজের কথা বলেছি। বলার সুযোগ পাচ্ছিলাম না বলেই পায়ে ধরলাম।’’

আরও পড়ুন:

বিকাশ বলছেন, ‘‘পরিদর্শনের সময় এক জন হঠাৎ আমার পা জড়িয়ে ধরেন। তিনি বলেন, আমি বাড়ি পাইনি। আমি তাঁকে আশ্বস্ত করি। কিন্তু এটা বলার পরেও তাঁর কথাবার্তা শুনে আমার যা মনে হচ্ছে, বাড়ি তাঁর আসল উদ্দেশ্য নয়। তাঁর লক্ষ্য ছিল, সিন ক্রিয়েট করা। আমি যা বুঝেছি, কোনও দলের হয়ে তাঁর প্ররোচনামূলক কথা বলাই উদ্দেশ্য ছিল। তবু আমি তাঁকে আশ্বাস দিয়েছি। দুয়ারে সরকারের উদ্দেশ্যই তাই। সত্যিই যদি তাঁর বাড়ির প্রয়োজন হয়, তা হলে তা তিনি নিশ্চয়ই পাবেন। এ জন্য সিন ক্রিয়েট করতে হবে না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Birbhum houses Begging TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE