পুরুলিয়ার গ্রামে প্রতারণার নয়া ছক দেখে চোখ কপালে জেলা পুলিশের। সরকারি অফিসের কর্মী পরিচয় দিয়ে এক ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কয়েক হাজার টাকা হাতিয়ে নিল প্রতারকরা। এমনই অভিযোগ জমা পড়েছে পুরুলিয়ার মফস্সল থানায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, লগদা অঞ্চলের মহালিতরা গ্রামের গোপেশ্বর মাহাত প্রতারকদের কাছে টাকা খুইয়েছেন। সম্প্রতি ইন্দিরা আবাস যোজনায় প্রথম কিস্তির টাকা পেয়েছিলেন তিনি। ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সেই টাকা তুলতে গিয়ে জানতে পারেন তিনি প্রতারিত হয়েছেন।
বুধবার গোপেশ্বর বলেন, “ইন্দিরা আবাস যোজনার প্রথম কিস্তির ৬০ হাজার টাকা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়েছিল। বাড়ির কাজ শুরু করার জন্য সেই টাকা তুলতে গিয়েছিলাম। তবে ১৮ জনুয়ারি আমার অ্যাকাউন্ট থেকে ২ দফায় মোট ২০ হাজার করে টাকা তোলা হয়ে গিয়েছে।” এই ঘটনায় গোপেশ্বরের মাথায় একেবারে আকাশ ভেঙে পড়েছে। গোপেশ্বরের দাবি, ওই টাকা তোলেননি তিনি।