Advertisement
২৫ এপ্রিল ২০২৪
AAP

AAP: নজরে পঞ্চায়েত, জেলায় প্রথম কার্যালয় আপের

এ দিন ওই কার্যালয়ের উদ্বোধনে কয়েকশো কর্মী উপস্থিত ছিলেন। একটি পাকা বাড়ির ঘরে কার্যালয়টি খোলা হয়েছে।

নতুন কার্যালয়। নিজস্ব চিত্র

নতুন কার্যালয়। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
নলহাটি শেষ আপডেট: ০৪ জুলাই ২০২২ ০৮:১০
Share: Save:

পঞ্চায়েত নির্বাচনের আগে জেলায় সংগঠন বাড়াতে দলীয় কার্যালয়ের উদ্বোধন করল আম আদমি পার্টি (আপ)। রবিবার নলহাটি থানার মাঠকলিঠা গ্রামে অস্থায়ী ওই দফতরের উদ্বোধন করেন আপের বীরভূম জেলা সভাপতি বিশ্বদীপ মিত্র। তাঁর কথায়, ‘‘যে সব পঞ্চায়েতে সংগঠন ভাল হবে সেই সব এলাকায় পঞ্চায়েত নির্বাচনে লড়ব।’’ শাসক দল তৃণমূল অবশ্য আপের দাবিকে গুরুত্ব দিতে চায়নি।

এ দিন ওই কার্যালয়ের উদ্বোধনে কয়েকশো কর্মী উপস্থিত ছিলেন। একটি পাকা বাড়ির ঘরে কার্যালয়টি খোলা হয়েছে। কার্যালয়ের ভেতরে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ছবি ও অন্যদিকে আপের প্রতীক ঝাঁটার ছবি দেওয়া পোস্টার রয়েছে। দলীয় কার্যালয়ের উদ্বোধনের সময় দলীয় কর্মীরা স্লোগান তোলেন, ‘‘নোংরা রাজনীতি করতে সাফ বাংলায় এবার আসছে আপ।’’

দলীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার উন্নয়ন ও মানুষজনের পাশে থাকার জন্য আপ প্রস্তুতি শুরু করেছে। বিভিন্ন এলাকায় ধীরে ধীরে সংগঠন বাড়ানোর কাজ শুরু হয়েছে বলে আপের জেলা নেতাদের দাবি। সদস্য পদ সংগ্রহের জন্য কর্মীরা জেলার বিভিন্ন গ্রামে সাধারণ মানুষজনের বাড়িও পৌঁছচ্ছেন। পঞ্চায়েত ভোটের আগে সংগঠন মজবুত করে ভোট প্রার্থী দেবে বলেও আপের পক্ষ থেকে দাবি করা হয়। আপের জেলা সভাপতি বিশ্বদীপ মিত্র বলেন, ‘‘এই দিনটা স্মরণীয় হয়ে থাকবে। জেলায় প্রথম দলীয় কার্যালয়ের উদ্বোধন হল। জেলার বিভিন্ন শহর ও গ্রামে দলীয় কার্যালয় গড়ে তোলার চেষ্টা করব।’’

গ্রামের বাসিন্দা আপের কর্মী লালু চিত্রকর বলেন, ‘‘আগে তৃণমূল করতাম। কিন্তু, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আদর্শে আপ দল করার সিদ্ধান্ত নিয়েছি।’’ তাঁর অভিযোগ, ‘‘আপ দল করার জন্যও হুমকি আসছে। তা সত্ত্বেও দল করব। পঞ্চায়েত ভোটে কলিঠা পঞ্চায়েতে সব কটি আসনে পঞ্চায়েত ভোটে আপের প্রার্থী দেব।’’

তৃণমূল আপের দাবিকে আমল দিতে চায়নি। দলের বীরভূম জেলার সাধারণ সম্পাদক ত্রিদিব ভট্টাচার্য বলেন, ‘‘এখানে তৃণমূল ছাড়া কোনও রাজনৈতিক দল প্রাসঙ্গিক নয়। পার্টি অফিস করতেই পারে। সামনে পঞ্চায়েত নির্বাচন। সার্কাস দলের মত অনেকে আসবে যাবে।’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

AAP nalhati
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE