Advertisement
০৫ মে ২০২৪

বন্দির মৃত্যু দুর্ঘটনাই, মত ডিআইজি-র

বুধবার সকালে সিউড়ি সংশোধনাগারের গাছ থেকে পড়ে মৃত্যু হয়েছিল এক বিচারাধীন বন্দির। কীভাবে ঘটল সেই ঘটনা, তার তদন্তে বৃহস্পতিবার সিউড়ি সংশোধনাগার ঘুরে গেলেন ডিআইজি (কারা) বিপ্লব দাস।

পরিদর্শন।ছবি:নিজস্ব চিত্র

পরিদর্শন।ছবি:নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদাতা
সিউড়ি শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০১৭ ০১:২৫
Share: Save:

বুধবার সকালে সিউড়ি সংশোধনাগারের গাছ থেকে পড়ে মৃত্যু হয়েছিল এক বিচারাধীন বন্দির। কীভাবে ঘটল সেই ঘটনা, তার তদন্তে বৃহস্পতিবার সিউড়ি সংশোধনাগার ঘুরে গেলেন ডিআইজি (কারা) বিপ্লব দাস। প্রশান্ত বড়াল নামে ৬৪ বছরের ওই বৃদ্ধ বন্দি কীভাবে জেলের নিরাপত্তা রক্ষীদের নজর এড়িয়ে এমন ঘটনা ঘটালেন, তা নিয়ে আগেই প্রশ্ন উঠেছিল। জেল কর্তৃপক্ষের তরফে দাবি করা হয়েছিল, খুনের চেষ্টা ও বধূ নির্তনের মামলায় অভিযুক্ত ওই বন্দি গত ৯ জানুয়ারি জেলে আসেন। মানসিক ভারসাম্যহীনতায় তিনি ভুগছিলেন বলেও জেল কর্তৃপক্ষের দাবি। মঙ্গলবার জেল হাসপাতালের চিকিৎসক তাঁকে দেখেন। জেলা হাসপাতালে ভর্তিও হতে বলেন। কিন্তু জামাকাপড় নিয়ে আসি বলে ওই বন্দি হঠাৎ গাছে উঠে ঝাঁপ দেন বলে দাবি জেল কর্তৃপক্ষের। ওই ঘটনায় মাথায় চরম আঘাত পান তিনি। সিউড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে জানান। তাঁকে বাঁচানোর কোনও সুযোগ পাওয়া যায়নি। এ দিন প্রাথমিক তদন্তের পরেই ডিআইজি অবশ্য একে দুর্ঘটনা বলেই দাবি করেন। তিনি বলেন, ‘‘যে কোনও মৃত্যুই দুঃখজনক। হঠাৎই ঘটেছে। আপাত ভাবে জেল কর্তৃপক্ষের ত্রুটি নজরে আসেনি। তবে ক্রুটি পেলে ব্যবস্থা নেওয়া হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

DIG Prisioner
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE