Advertisement
১৮ মে ২০২৪

বিশ্বভারতীতে ফের বিক্ষোভ

বিভিন্ন দাবিতে এ বার বিক্ষোভ দেখাল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কর্মিসভা। শুক্রবার সকালে বিশ্বভারতীর নবনির্মিত কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ওই বিক্ষোভ দেখানো হয়। কর্মিসভার নেতারা জানান, সরকারি টাকার অপব্যবহার, বেআইনি নিয়োগ, বিশ্বভারতীর পরিদর্শক তথা রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সম্মানহানি প্রভৃতি ক্ষেত্রে অভিযোগ তুলে উপাচার্য সুশান্ত দত্তগুপ্তের বিরুদ্ধে সদস্যেরা এ দিন বিক্ষোভ দেখিয়েছেন।

চলছে বিক্ষোভ। —নিজস্ব চিত্র।

চলছে বিক্ষোভ। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শান্তিনিকেতন শেষ আপডেট: ২৫ জুলাই ২০১৫ ০০:৫৬
Share: Save:

বিভিন্ন দাবিতে এ বার বিক্ষোভ দেখাল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কর্মিসভা। শুক্রবার সকালে বিশ্বভারতীর নবনির্মিত কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ওই বিক্ষোভ দেখানো হয়। কর্মিসভার নেতারা জানান, সরকারি টাকার অপব্যবহার, বেআইনি নিয়োগ, বিশ্বভারতীর পরিদর্শক তথা রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সম্মানহানি প্রভৃতি ক্ষেত্রে অভিযোগ তুলে উপাচার্য সুশান্ত দত্তগুপ্তের বিরুদ্ধে সদস্যেরা এ দিন বিক্ষোভ দেখিয়েছেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকর্মীদের নির্ধারিত পদোন্নতি এবং এমএসসিপি-র অগ্রিম প্যানেল প্রস্তুতির সভা বন্ধ করার প্রতিবাদে কর্মসচিবের বিরুদ্ধেও ওই বিক্ষোভ দেখানো হয় বলে কর্মিসভার দাবি। এ দিনের ওই কর্মসূচির প্রেক্ষিতে বিশ্বভারতী কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Visva Bharati Agitation susanta dasgupta MSCP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE