মাড়গ্রামে গত রবিবার রেজাউল ইসলাম নামে এক বিজেপি নেতার বাড়ি ভাঙচুর এবং মারধরের অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। এ বার রেজাউল ঘনিষ্ঠ বিজেপি-র সংখ্যালঘু মোর্চা সেলের নেতা শিলন শেখকে মারধরের অভিযোগ উঠল মাড়গ্রামের দর্জিপাড়ায়।
শিলনের অভিযোগ, শুক্রবার সকালের মাড়গ্রাম ১ পঞ্চায়েতের তৃণমূল প্রধান মহুবুল আলির (ভুট্টু) নেতৃত্বে এক দল লোক আগ্নেয়াস্ত্র এবং লোহার রড নিয়ে তাঁর উপরে চড়াও হয়। বাঁচাতে গেলে তৃণমূল কর্মীরা শিলনের স্ত্রী নুরনেহার বিবিকেও মারধর করে বলে অভিযোগ। এই অভিযোগ অস্বীকার করে পাল্টা শিলনের বিরুদ্ধেই হামলা চালানোর অভিযোগ তুলেছে তৃণমূল।
শিলন শেখ আপাতত রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। শিলন এ দিন বলেন, ‘‘লোকসভা নির্বাচনের পরে মাড়গ্রাম থেকে আমরা শ’তিনেক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তৃণমূল ছেড়ে তারাপীঠে বিজেপি-তে যোগদান করেছিলাম। গত শুক্রবারও মাড়গ্রামে ৫০টি সংখ্যালঘু পরিবার বিজেপি-তে যোগ দেয়। সেই রাগেই গত রবিবার রেজাউল ইসলামের উপরে হামলা হয়। এ বার আমার উপরে হল।’’